বিয়ের মঞ্চেই হঠাৎ মারপিট শুরু করলেন নতুন বর কনে, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন…

Avatar

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকার এই শর্ট ভিডিওর দিওয়ানা হয়ে গেছে।

এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়িতে বর বউয়ের রোমান্টিক দৃশ্য হোক কি আত্মীয় স্বজনের হাস্যকর কার্যকলাপ মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে অনেকেই। সেইসব ভিডিও ভাইরালও হয় প্রচুর। বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একেবারে অন্য ধরনের একটি বিয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে নতুন বর-কনে মঞ্চে দাঁড়িয়ে আছেন। যেখানে বর আদর করে কনেকে মিষ্টি খাওয়াচ্ছেন। কিন্তু মিষ্টি খেতে পাত্রীর ইচ্ছে ছিল না। বর তখনও জোরপূর্বক তাকে মিষ্টি খাওয়াতে চেষ্টা করেন। বরের এই কাজে কনে রেগে যায় এবং তাকে জোরে থাপ্পড় দেয়। আর তাতে মেজাজ হারান বরও। এরপর বিয়ের মঞ্চেই বর কনে মারপিট করতে শুরু করেন। এই দৃশ্য দেখে অতিথিরা দৌড়ে এলেও তাঁদের মারপিট থামাতে পারেনি। এই ভিডিওটি টুইটারে @gharkekalesh নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এ কিরকম বিয়ে!’ আবার কেউ বলেছেন, ‘এরপর কি হল?’ সবমিলিয়ে ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।