Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লঞ্চ হচ্ছে নতুন প্রজন্মের Alto 800, মাইলেজ দেবে ৪০ kmpl, দামও সাধ্যের মধ্যে

বাজারে বাজেট মূল্যের গাড়ির কথা বললেই, প্রথমেই মারুতি সুজুকি কোম্পানির Alto এর নাম সামনে আসে। Alto 800 কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী ও জনপ্রিয় একটি গাড়ি। এই গাড়ির মূল ইউএসপি হল এর…

বাজারে বাজেট মূল্যের গাড়ির কথা বললেই, প্রথমেই মারুতি সুজুকি কোম্পানির Alto এর নাম সামনে আসে। Alto 800 কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী ও জনপ্রিয় একটি গাড়ি। এই গাড়ির মূল ইউএসপি হল এর মাইলেজ। মোটামুটি যারা একটি বাজেট মূল্যের মধ্যে গাড়ি কিনতে চান তাঁদের কাছে বেস্ট অপশন এই মারুতি Alto 800 গাড়িটি। এটি এই মারুতি সুজুকি কোম্পানির সবচেয়ে সফল এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি গাড়ি।

দীর্ঘদিন ধরেই ভারতীয়রা অপেক্ষা করছিল নতুন প্রজন্মের Alto 800 এর জন্য। নতুন এই গাড়ির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ভারতীয় গ্রাহকরা। তবে সেই অপেক্ষা যে সার্থক হয়েছে তা এক কথায় বলা যায় গাড়িটির স্পেসিফিকেশন আন্দাজ করে। বাজেট মূল্যের গাড়ি হলেও এই গাড়িতে থাকতে পারে বিভিন্ন প্রিমিয়াম সেগমেন্টের ফিচার। তার ওপর আশা করা হচ্ছে যে এই গাড়িটি বাজেট মূল্যের দামে লঞ্চ করবে। এছাড়া এর মাইলেজও অবাক করতে পারে আপনাকেও। ৪০ kmpl মাইলেজ দিতে পারে নতুন প্রজন্মের Alto 800।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Maruti Alto 800 (Maruti Alto 800) এর নতুন প্রজন্মের মডেলের পরিষ্কার এবং স্পষ্ট ছবি প্রথমবারের মতো অনলাইনে প্রকাশিত হয়েছে। নতুন Maruti Alto 2022 গাড়িটিকে TVC শ্যুটের সময় দেখা গেছে। নতুন প্রজন্মের গাড়িতে বড় সুইপব্যাক হেডল্যাম্প, নতুন বাম্পার এবং টেললাইট দেখা যাবে। গাড়ির সামনের অংশটি নতুন সেলেরিওর মতো ডিজাইনসহ একটি নতুন এবং বড় গ্রিল পাবে। হ্যাচব্যাকটি আগের চেয়ে দীর্ঘ এবং এর সাইড প্রোফাইল বক্সিয়ার হবে। এছাড়া এতে ফ্ল্যাট রুফলাইন ও স্টাইলিশ ফেন্ডার দেখা যাবে।

About Author