Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata Punch কে টেক্কা দেবে নতুন Alto 800, পাবেন শক্তিশালী ইঞ্জিন ও বিলাসবহুল ফিচার

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট মূল্যে গাড়ির কথা বলতে গেলে প্রথমেই যেই গাড়ির কথা মাথায় আসে তা হল Maruti Suzuki Alto। এই Alto 800 গাড়ি রীতিমত দেশীয় মার্কেটে রমরমিয়ে ব্যবসা করেছে। তবে এই সেগমেন্টে কিছুদিন একাধিপত্য বিস্তার করেছিল Tata Punch। তবে Alto 800 গাড়ির আপডেটেড ভার্সন এই Punch কেও টেক্কা দেবে।

Maruti Alto 800 ভারতের অন্যতম সফল গাড়ি। মারুতির এই গাড়িটি শুধু সস্তাই নয় সবচেয়ে ভালো মাইলেজ দেয়। তাই মধ্যবিত্ত পরিবারের কাছে ব্যাপক জনপ্রিয় এই গাড়ি। এই নতুন গাড়িতে ৭৯৬ সিসির BS6 ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটি ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পাবেন। মাইলেজের কথা বললে, এটি পেট্রোলে ২২.০৫ কিমি/লিটার এবং সিএনজিতে ৩১.৫৯ কিমি/কেজি মাইলেজ দেবে। শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি এতে আধুনিক প্রযুক্তি পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে নতুন হেডল্যাম্প এবং টেল ল্যাম্পের সাথে একটি আকর্ষণীয় লুক পাবেন। এর সাথে, এতে স্পোর্টি ফ্রন্ট গ্রিল বাম্পার পাবেন। এই গাড়িতে Android Auto সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কিলেস এন্ট্রি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ড্রাইভার-সাইড এয়ারব্যাগ, ব্যাক পার্কিং সেন্সর এবং EBD সহ ABS এর মতো বৈশিষ্ট্য পাবেন। এই গাড়িটি ৩ টি ট্রিমে পাওয়া যাবে। এই গাড়ির দাম ২.৯৪ লাখ টাকা থেকে শুরু হবে। আগের তুলনায় এই গাড়ির দাম ২২,০০০ টাকা ২৮,০০০ টাকা বেশি হবে।

About Author