গোয়ার হোটেল তামারিন্ড এবং ক্যাফে কোটিঙ্গার (Hotel Tamarind and Cafe Cotinga in Goa) মালিক আর্য সোমবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টর্টের সামনে উপস্থিত হবে। প্রথমে টাকা নয়ছয় ও পরে মাদক পাচার সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গৌরব আর্য আগে অভিযুক্ত মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত ছিলেন এবং রিয়া চালাকি করে গৌরব ও রিয়ার মাদক সংক্রান্ত সমস্ত মেসেজ ডিলিট করে দেয় যা নারকটিক্স কন্ট্রোল ব্যুরোকে বেশি করে ভাবাচ্ছে। তবে ইডি গৌরব আর্যকে যে প্রশ্ন করতে পারে তা এখানে তুলে ধরা হল –I have no connection with the case. I never met Sushant Singh Rajput. I met her (Rhea) in 2017: Gaurav Arya at Goa Airport. #SushantSinghRajputCase https://t.co/qIHSBEb70b pic.twitter.com/ADG5MUGVn4
— ANI (@ANI) August 30, 2020
- আপনি কবে থেকে কপিল ঝাভেরিকে জানেন? (Kapil Jhaveri)
- আপনারা দুজন কোথায় গোয়ায় কথায় টাকা বিনিয়োগ করেছেন?
- আপনি আবু আসলাম আজমির সাথে কখন ব্যবসা শুরু করেছেন? (Abu Aslam Azmi)