Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেঁচো খুঁড়তে কেউটে! একের পর এক ড্রাগ মাফিয়াদের নাম উঠে আসছে সুশান্ত কাণ্ডে

গৌরব আর্য, যার নাম অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রকাশিত হয়েছে। মাদক লেনদেন কেসে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে এই নাম উঠে আসে। সিবিআই এর তলবে সাড়া দিয়ে ওষুধ ও অর্থ পাচারের…

Avatar

গৌরব আর্য, যার নাম অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রকাশিত হয়েছে। মাদক লেনদেন কেসে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে এই নাম উঠে আসে। সিবিআই এর তলবে সাড়া দিয়ে ওষুধ ও অর্থ পাচারের মামলায় তদন্তে যোগ দিতে রবিবার মুম্বাই এসে পৌঁছান গৌরব আর্য(Gaurav Arya)। এদিন সাংবাদিকরা তাঁকে চেপে ধরলে তিনি কোন প্রশ্নের জবাব দিতে রাজী হননি, তবে একথা স্পষ্টত জানিয়েছেন, “আমি সুশান্তকে ব্যক্তিগতভাবে চিনতাম না, তার সাথে আর কখনও দেখাও করতে পারি নি। ২০১৩ সালে আমি তার (রিয়া) সাথে দেখা করেছি … সুশান্ত মামলায় আমার কোনও যোগসূত্র নেই।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গোয়ার হোটেল তামারিন্ড এবং ক্যাফে কোটিঙ্গার (Hotel Tamarind and Cafe Cotinga in Goa) মালিক আর্য সোমবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টর্টের সামনে উপস্থিত হবে। প্রথমে টাকা নয়ছয় ও পরে মাদক পাচার সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গৌরব আর্য আগে অভিযুক্ত মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত ছিলেন এবং রিয়া চালাকি করে গৌরব ও রিয়ার মাদক সংক্রান্ত সমস্ত মেসেজ ডিলিট করে দেয় যা নারকটিক্স কন্ট্রোল ব্যুরোকে বেশি করে ভাবাচ্ছে। তবে ইডি গৌরব আর্যকে যে প্রশ্ন করতে পারে তা এখানে তুলে ধরা হল –

  • আপনি কবে থেকে কপিল ঝাভেরিকে জানেন? (Kapil Jhaveri)
  • আপনারা দুজন কোথায় গোয়ায় কথায় টাকা বিনিয়োগ করেছেন?
  • আপনি আবু আসলাম আজমির সাথে কখন ব্যবসা শুরু করেছেন? (Abu Aslam Azmi)

প্রসঙ্গত, গৌরব ছাড়াও কপিল ঝাভারী, কৈলাশ রাজপুত এবং আবু আসলাম আজমি নামে আরও তিনটি নাম আলোচনায় এসেছে। তারা তিনজন বড় মাদক ব্যবসায়ী। এঁদের মধ্যে, কপিলকে ২০১৯ এর আগস্ট মাসে এনডিপিএস আইন অনুসারে গোয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে জামিনে থাকা অবস্থায় পুলিশ কপিলের থেকে গাঁজা, এমডিএমএ, কোকেনের মতো মাদক উদ্ধার করেছিল।

তবে কি বেড়িয়ে আসতে পারে আরও ভয়ঙ্কর কোন তথ্য? মাদক পাচার কেসে যদি এতগুল নাম বেড়িয়ে আসে তবে গোটা বলিউড চুপ কেন?

About Author
news-solid আরও পড়ুন