গত ১০ মে সন্তানের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল তথা অভিনেত্রী গওহর খান ( Gauahar Khan)। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ৪০ ছুঁই ছুঁই গওহর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেছেন, “আমাদের ছেলে হয়েছে। এই সুন্দর পৃথিবীতে আমাদের খুশি থাকার কারণের আগমন হয়েছে। ১০ মে সে পৃথিবীতে এসেছে। আমাদের বোঝাতে এসেছে খুশির প্রকৃত অর্থ কী? সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বাবা-মা জইদ ও গওহরের তরফে সবাইকে অনেক অনেক ভালবাসা।”
এবার সেই সন্তানের নাম রাখার পালা। সদ্য, ছেলের ছবি পোস্ট করেন স্বামীর সঙ্গে। ২০২০ সালে পেশায় নৃত্যপ্রশিক্ষক জ়ায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর। এর দুই বছর পরেই সন্তানসম্ভবা হন। অবশেষে পুত্র সন্তানের জন্ম দেন। সম্প্রতি, ছেলের ছবি দিয়ে নাম প্রকাশ করেন গওহর খান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিন স্বামী ও সন্তানকে কোলে নিয়ে হাসি মুখে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রকাশ্যে আনলাম আমাদের সন্তানের নাম। ওর জন্মের এক মাস পর ওর নাম প্রকাশ্যে আনলাম আমরা, মাশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভালোবাসা দেওয়ার জন্য, ওকে আশীর্বাদ দেওয়ার জন্য। আমাদের ছোট্ট জানের জন্য দয়া করে আমাদের প্রাইভেসি বজায় রাখতে দেবেন। ওর ভালোবাসা নেবেন।’ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী ছেলের নাম রেখেছেন জেহান (Zehaan).
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ গওহর। প্রায় সময় বিভিন্ন মুমেন্ট এর ছবি ভিডিও পোস্ট করেন। মা হওয়ার পর ওজন কমিয়েও ছবি পোস্ট করেন ও ডায়েট লেখেন। একটা সময় মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন তিনি, ২০০৬ সালে বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং, পরবর্তীতে বলিউডে পা রাখেন।