Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইংরেজিতে লেখা ছিল দোকানের নাম, এমনভাবে পড়লেন মহিলা যে শুনেই চমকে গেলেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া হল সেই জায়গা যেখানে যেকোনো কিছু এবং যেকোনো সময়ই ভাইরাল হয়ে যায়। অনেক সময় আমরা এত আশ্চর্যজনক ভিডিও দেখতে পাই যে, দেখার পরে আমরা নিজের চোখকেও বিশ্বাস করতে…

Avatar

সোশ্যাল মিডিয়া হল সেই জায়গা যেখানে যেকোনো কিছু এবং যেকোনো সময়ই ভাইরাল হয়ে যায়। অনেক সময় আমরা এত আশ্চর্যজনক ভিডিও দেখতে পাই যে, দেখার পরে আমরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারি না। আর কখনো কখনো ভিডিওগুলো এতই মজার হয় যে সেগুলো দেখার পর আমরা আমাদের হাসি নিয়ন্ত্রণ করতে পারি না। এমনই একটি মজার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না। এই ভিডিওটি একজন মহিলার, যাতে মহিলাটি এমনভাবে ইংরেজিতে লেখা দোকানের নাম পড়েন যে ভিডিওটি দেখে লোকেরা হাসছেন।ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যাক্তি একজন মহিলাকে জিজ্ঞাসা করছেন তার সামনের দোকানের বোর্ডে কী লেখা আছে। দোকানের আসল নাম ছিল ‘অ্যান্টিক ইন্ডিয়া’। মহিলাটি বোর্ডে ইংরেজি নাম পড়ে বলে যে সেখানে আন্টি কি ইন্ডিয়া লেখা আছে। কথাটা শুনে সবাই হেসে ওঠেন। তারপর সে মহিলাকে বলে যে বোর্ডে অ্যান্টিক ইন্ডিয়া লেখা আছে। তবে, মহিলা তার ভুল স্বীকার করতে নারাজ। এর পরও মহিলা বলেন যে তিনি যা বলছেন তা সঠিক। কিন্তু পরে সে তার ভুল বুঝতে পারে এবং দোকানের নামটি মনোযোগ সহকারে দেখে সে নিজেই হেসে ওঠে।এই ভিডিওটি shivamadhu_ নামের ব্যবহারকারীর পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ২ লাখের বেশি লাইক পেয়েছে। আর ভিডিওটিতে লোকজন নানা মজার কমেন্টও করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন – এটি নতুন ইংরেজি। আরেক ব্যবহারকারী লিখেছেন- এটা সত্যিই আন্টির ইন্ডিয়া। দেখে নিন এই ভিডিওটি।
About Author