সোশ্যাল মিডিয়াতে আজকাল জনপ্রিয়তা পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। নাচ গানের ভিডিও, বিভিন্ন ধরনের মজাদার কমেডি ভিডিও, সবকিছুই আজকাল সোশ্যাল মিডিয়ার একটা আকর্ষণ হয়ে উঠেছে। তবে এখানে কিন্তু একটা জায়গা করে নিয়েছে বাচ্চাদের ভিডিও। বাচ্চাদের বিভিন্ন রকম কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ পছন্দ করেন। বিশেষত, বাচ্চা এবং তার মায়ের বন্ধনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি জনপ্রিয় হয়। শিশুদের নিরপরাধ হাসি ও মায়ের ভালোবাসা – এই দুটো মিলে গেলেই তৈরি হয় জগতের সবচেয়ে মধুর সম্পর্ক। আর যখন সেই মায়ের সঙ্গে মেয়ে মিলে নাচতে নামে, তখন তো কথায় নেই!
ছোট্ট মেয়ের সঙ্গে দুর্দান্ত নাচ মায়ের
এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ৬-৭ বছর বয়সী একটি মেয়ে তার মায়ের সঙ্গে ‘সৈনিক’ সিনেমার ‘নইয়ো-নইয়ো’ গানে নাচছে। কালো রঙের ফ্রিলওয়ালা ফ্রক পরে মেয়েটি যেমন এক রাজকন্যীর মতো লাগছে, তেমনি ধূসর রঙের শাড়ি পরে মাও প্রীতি জিন্টার লুককে টেক্কা দিচ্ছেন। আর নাচেও দুজনেই ছাড়িয়ে গেছেন বলিউডের হিরোইনদের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল হয়েছে ভিডিও
৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি, ৬.৬ লক্ষেরও বেশি লাইক পেয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই মায়ের সঙ্গে মেয়ের এই মিষ্টি বন্ধনকে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “মায়ের একদম কার্বন কপি।” আরেকজন লিখেছেন, “ভেতর থেকে কাকে দেখবো বুঝতে পারছি না, দুজনেই এত সুন্দর!”এই মিষ্টি ভিডিওটি দেখে মনে একবারই মায়ের সঙ্গে আপনার ছোটবেলার স্মৃতি উঠে আসবে।
View this post on Instagram