Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিয়ম কানুন মেনে শুরু করতে পারে শুটিং-এর কাজ , নতুন নির্দেশ কেন্দ্রের

নয়া দিল্লি : স্বাভাবিক ভাবে কাজ শুরু করতে পারে প্রচার মাধ্যম। কিন্তু এর জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। করোনা পরিস্থিতির মধ্যে সংবাদ ও বিনোদন জগতের কাজে স্বাভাবিকতা বজায়…

Avatar

নয়া দিল্লি : স্বাভাবিক ভাবে কাজ শুরু করতে পারে প্রচার মাধ্যম। কিন্তু এর জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন।

করোনা পরিস্থিতির মধ্যে সংবাদ ও বিনোদন জগতের কাজে স্বাভাবিকতা বজায় রাখতে কিছু SOP নির্দেশ মেনে চলার নির্দেশ জারি করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকড়। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কিংবা মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আরো কিছু নির্দেশ তৈরি হওয়ার কথা বলেন তিনি। যেমন– প্রবেশ ও প্রস্থানের পথে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা, পার্কিং ক্ষেত্রে ভীড় জমতে না দেওয়া, আরোগ্য সেতু app ইনস্টল করে রাখা, বসার স্থানে ৬ ফুট দূরত্ব বজায় রাখা ইত্যাদি আরো বেশ কিছু গাইডলাইন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,’করোনা আবহেই প্রচার মাধ্যম তার কাজ শুরু করতে পারে। কিন্তু মন্ত্রকের এই নির্দেশগুলি মেনে চলতে হবে। কর্ম স্থলে নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য এই sop গুলি তৈরি করা হয়েছে।

যদিও মন্ত্রক সূত্রে এও জানানো হয়, এই গাইডলাইন গুলো শুধুমাত্র খসড়া। চূড়ান্ত নির্দেশাবলী স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তৈরি করা হবে।

About Author