গতকালই জম্মু-কাশ্মীরে কর্মরত ১৩৩ জন শ্রমিক ফিরে এসেছে পশ্চিমবঙ্গে। আর তারা রাজ্যে পা রাখতে না রাখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বিরাট বড় ঘোষণা করলেন। রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যসচিবের সাথে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বৈঠকের পর ঘোষণা করে যে, ১৩৩ জন শ্রমিক যারা কাশ্মীর থেকে ফিরে এসেছে তাদের প্রতি জন পিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার থেকে।
জানা গিয়েছে, জম্মু-তাওয়াই এক্সপ্রেসে করে কাশ্মীর থেকে কলকাতা স্টেশনে আসেন কাশ্মীরে কর্মরত এই শ্রমিকরা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ওই শ্রমিকদের মধ্যে ১৩৩ জন ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ৫ জন অসমের বাসিন্দা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রী শুধু ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেনি। তিনি জানিয়েছেন, “এইসব শ্রমিকদের মধ্যে যাদের বাড়ি নেই তাদের রাজ্যের বাড়ি প্রকল্প থেকে বাড়ি করে দেওয়া হবে। এছাড়া তারা খাদ্যসাথী প্রকল্পে ২ টাকা করে চালও পাবেন। আর কোনো অসুবিধা থাকলে বাকিটা জেলা শাসকরা দেখে নেবেন।”