করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ দফায় মোট ৪০ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। ৩ রা মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার সেই লকডাউনের সময়সীমা। এর পর লকডাউন আরও কিছুদিন বাড়ানো হবে নাকি তুলে নেওয়া হবে লকডাউনের বিধিনিষেধ, তা নিয়ে জল্পনা চলছে বিশেষজ্ঞ মহলে। এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর নিজস্ব অভিমত।
মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, দফায় দফায় দেশ থেকে লকডাউন তুলে নেওয়া উচিত। ৪ ঠা মে-র পর ২ সপ্তাহের মধ্যে এই লকডাউন তুলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী নয় দেশের সাধারণ নাগরিক হিসেবে তাঁর এই মন্তব্য করেছেন বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলকডাউন কীভাবে তোলা যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি জানান, ৪ ঠা মে থেকে এক সপ্তাহে ২৫ শতাংশ লকডাউন তোলা উচিত। পরের এক সপ্তাহে তোলা যেতে পারে ৫০ শতাংশ লকডাউন। ৪ ঠা মে-র ২ সপ্তাহ পর সম্পূর্ণ লকডাউন তুলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, এদিন তিনি করোনা ভাইরাসের থেকে ‘প্যানিক ভাইরাস’কে বেশি ক্ষতিকর বলে উল্লেখ করেন।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য পুরোপুরি প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের সফলতার কথাও তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে, এখনও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৪ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের।