নিউজরাজ্য

Local Train:  রবিবার ফের স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন? কতজন উঠতে পারবে ট্রেনে

Advertisement
Advertisement

কালীপুজোর আগেই লোকাল ট্রেনের চাকা ফের ঘুরবে। আগামী রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে ফের রাজ্যে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হবে। শুক্রবার নবান্নের তরফে এমন একটি বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

Advertisement
Advertisement

গত মে মাসে করোনার দ্বিতীয় ওয়েভের প্রভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতে গত ১৬ মে থেকে রাজ্যে আমজনতার জন্য লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। লকডাউন কিছুটা শিথীল হতে রেলের কর্মী, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী-সহ একাংশের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেন চালানো হচ্ছে। আর নবান্নের নিয়ম মতো সেই ট্রেন্ব সাধারণ মানুষ উঠতে পারেন না। আর এতে অন্যান জনসাধারণের বেশ সমস্যা তৈরী হয়। অনেকে বলপূর্বক লোকাল ট্রেনে উঠে যায়। তাতে ট্রেন আরো ভিড় হয়।

Advertisement

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রাজ্যের নির্দেশেই গত মে থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ায় পর ফের এই রবিবার থেকে লোকাল ট্রেন চালু হবে। তবে আমজনতার কাছে তিনি অনুরোধ করেন, সরকারের নির্দেশ মতো সব লোকাল ট্রেন চালু হলেও জরুরি কারণ ছাড়া যেন সাধারণ মানুষ ট্রেনে না ওঠেন।

Advertisement
Advertisement

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যে স্কুল-কলেজ খোলা হবে। আর সেই ঘোষণার পরেই রেলকর্তারা আশা করছিলেন খুব শীঘ্রই লোকাল ট্রেন পরিষেবার স্বাভাবিক হবে। শুক্রবার বিকেলে সেই খবর মিলল।

Advertisement

Related Articles

Back to top button