আমাদের সারাটা দিন জুড়ে ভালো খারাপ নানা ঘটনা ঘটে। সব সময় যে ভালো ঘটনা ঘটবে তাও নয়, আবার খারাপ টা হবে সেটাও নয়। খারাপ ভালো সব মিলিয়ে আমাদের চলতে হয়। কখনো আনন্দে দিক বিদিক শূন্য হয়ে যায় আবার কখনই দুঃখে মনে হয় জীবনের সবটাই হয়তো হারিয়ে গেছে।তবে আজ কাল কার দিনে যায় হক না কেন, আমরা প্রথম তা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারি। আর এটা এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবীর খবর হয়তো আমরা পেতে পারি। তাই মানুষ বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর ও হয়ে উঠছে। মানুষের কাছে কিছু আর অজানা নেই।সেটা কোনো খবর হোক বা কোনো ভাইরাল ভিডিও।কিছু মাস আগে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ট্রেন এর মধ্যে আটকে পড়েছে, সে বেরোতে পারছেনা। এবং রীতিমত সে ভয় পেয়ে কান্না কাটি করছে। তার বাবা মাকেও খুঁজে পাওয়া যাচ্ছেনা। এবং এই ভিডিও ঘিরেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল নেটওয়ার্কস এ।https://youtu.be/PaGuBf1d4nw
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?