ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC শেয়ার বাজারে ৬-৭% বেচেই কেন্দ্র পাবে ৯০০০০ কোটি টাকা

Advertisement
Advertisement

আগামী আর্থিক বর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের মাধ্যমে ₹২.১ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। তবে বিভিন্ন সম্পত্তি বিক্রি করে এত বিপুল পরিমান অর্থ আয়ের ব্যাপারেও সংশয় রয়েছে বিভিন্ন মহলে। চলতি ২০১৯-২০ আর্থিক বছরে বিলগ্নিকরণের যে টার্গেট কেন্দ্র নিয়েছিল তার ৬০ শতাংশ পুরন করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রহ্মণ্যমের মতে, এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম এবং কন্টেনার কর্পোরেশনের বিলগ্নিকরণের মাধ্যমে, কেন্দ্রের টার্গেটের অর্ধেক অর্থ উঠে আসতে পারে।

Advertisement
Advertisement

দেশের বৃহত্তম বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগমের মাত্র ৬ শতাংশ থেকে ৭ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে বাকি ₹৯০০০০ কোটি সরকারের আয় হবে বলে তাঁর আশা। গত মাসের বাজেট পেশের সময় বিলগ্নিকরণের মাধ্যমে ₹২.১ লক্ষ কোটি আয়ের লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী বছরে LIC ছাড়াও বিলগ্নিকরণের তালিকায় রয়েছে IDBI ব্যাংক, ভারত পেট্রোলিয়াম, কন্টেনার এবং এয়ার ইন্ডিয়া।

Advertisement

আরও পড়ুন : নির্দিষ্ট সময়ের আগেই করতে হবে KYC, নাহলে বন্ধ হয়ে যাবে আপনার SBI অ্যাকাউন্ট

Advertisement
Advertisement

তবে LIC কে বিক্রি করতে গেলে কেন্দ্রকে আইন সংশোধন করতে হবে। যা অনেকটাই সময় সাপেক্ষ। আইন সংশোধন করে তারপর সেটিকে শেয়ার বাজারে নথিভুক্ত করতে হবে। LIC শেয়ার বাজারে নথিভুক্ত হয়ে গেলে ৬-৭% শেয়ার বিক্রি করে ₹৯০০০০ আয় করা খুব সহজ হবে বলে মনে করছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রহ্মণ্যম।

Advertisement

Related Articles

Back to top button