ভাইরাল & ভিডিও

Viral: বিরাট সাপকে কামড়ে জব্দ করছে চিতাবাঘ, নিমেষে ভাইরাল রোমহর্ষক ভিডিও

ভাইরাল ভিডিওটি blondifoks নামক একটি ইনস্টাগ্রামে হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে

Advertisement
Advertisement

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে গা শিউরে উঠতে পারে আপনার।

Advertisement
Advertisement

সরীসৃপ প্রজাতির যেকোনো প্রাণীর থেকেই দূরে থাকে মানুষরা। বিশেষ করে সাপের থেকে সাবধান থাকতে হয় সকলকেই। জঙ্গলের পশুরাও সাপের কাছাকাছি যেতে পছন্দ করে না। আসলে সাপের এক দংশনে চোখের পলকে মৃত্যু ঘনিয়ে আসতে পারে। তবে এই সাপকে কি ভয় পায় বনের রাজা বাঘ? এই প্রশ্ন অনেকের মনে এলেও, এতদিন কোনো সদুত্তর ছিল না। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে বনের রাজা বাঘের সাথে লড়াই করছে এক বিশাল বড় সাপ। আপনার কি মনে হয়, কে জিতবে এই পরাক্রমের লড়াইয়ে?

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে জঙ্গলের মাঝে একটি নদীর ধারে বনের রাজা চিতাবাঘ একটি বিরাট লম্বা সাপকে কামড়ে ধরেছে। সাপটি পেঁচিয়ে গিয়ে চিতাবাঘটিকে জব্দ করার চেষ্টা করলেও, তার সমস্ত চেষ্টা বিফলে গেছে। খুব সহজেই সাপটিকে মুখে কামড়ে ধরে নদী থেকে টেনে তুলে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে চিতাবাঘটি। এই রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ার দরবারে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

Advertisement
Advertisement

ভাইরাল ভিডিওটি blondifoks নামক একটি ইনস্টাগ্রামে হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। এই ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশিরভাগ জঙ্গলের পশুপাখিদের অবাক করা ভিডিও শেয়ার করা হয়। চিতাবাঘ এবং বিরাট সাপের লড়াই এর ভিডিওটি ইতিমধ্যেই ১৩ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং ১ হাজারের কাছাকাছি মানুষ লাইক করেছেন। অনেকেই কমেন্ট করে চিতাবাঘের এমন ক্ষমতার তারিফ করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এই লড়াইয়ের ভিডিও।

Advertisement

Related Articles

Back to top button