Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রকাশ্যে এলো শেষ অডিও ক্লিপ, পাকিস্তানে বিমান ভেঙে পড়ার আগে কী বলেছিলেন চালক?

শুক্রবার দুপুরে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান করাচি বিমানবন্দরের কাছে জিন্না গার্ডেন এলাকার মডেল কলোনিতে ভেঙে পড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই দুর্ঘটনটা কীভাবে ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই…

Avatar

শুক্রবার দুপুরে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান করাচি বিমানবন্দরের কাছে জিন্না গার্ডেন এলাকার মডেল কলোনিতে ভেঙে পড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই দুর্ঘটনটা কীভাবে ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্তের আগেই সামনে এল ওই বিমানের বিমানচালকের শেষ অডিও ক্লিপ। বিমান দুর্ঘটনার আগে তিনি ঠিক কী বলেছিলেন?

পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পাইলট ও এটিসির মধ্যে যোগাযোগের রিপোর্ট মিলেছে, তা অনুসারে বিমানটি ধ্বংস হওয়ার কয়েক মুহূর্ত আগে ইঞ্জিনের মধ্যে কিছু সমস্যা ধরা পড়েছিল। বিমানের পাইলট বিপর্যয়ের কয়েক মুহূর্ত আগে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বিমানের ইঞ্জিন নিয়ে সমস্যায় পড়েছিলেন। তিনি করাচি বিমানবন্দরের বিমান ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রকদের কাছে সেকথা জানিয়েওছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিমান চালকের কাছ থেকে একথা শুনে এটিসি নিয়ন্ত্রণকারীরা তাঁকে ‘বেলি অবতরণ’ অর্থাৎ ল্যান্ডিং গিয়ার না বাড়িয়ে অবতরণ করছেন কিনা তা নিশ্চিত করতে বলেন। তারপরেই সব কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়।  ঠিক তারপরই বিমান থেকে ভেসে আসে mayday কল। দুর্ঘটনা যখন একদম সামনে ঠিক তখন সাধারণত পাইলটরা এই mayday কল করে থাকেন। এটিসি থেকে তক্ষুনি পাইলটকে জানানো হয় করাচি বিমানবন্দরের উভয়দিকের রানওয়ে খোলা আছে, তিনি সেখানে বিমান অবতরণ করতে পারেন। কিন্তু ততক্ষনে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। প্রসঙ্গত,  লাহোর-করাচি পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট ৮৩০৩-এ ক্রু-সহ প্রায় ১০০ জন ছিলেন। প্রায় ১০৭ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বিমানচালক অনেকচেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

About Author