নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শুরু হয়েছে গোটা দেশজুড়ে অবরোধ, বিক্ষোভ। প্রত্যেকটি রাজনৈতিক দল নেমে পড়েছে এর প্রতিবাদে রাস্তায়। কোথাও সহিংস আন্দোলন হচ্ছে কোথাও আবার অহিংস আন্দোলন। চারিদিকে রেল অবরোধ, হয়েছে রাস্তা অবরোধ, নিত্যযাত্রীরা ক্রমাগত নাকাল হয়েছেন।
কিন্তু এবারে এসএফআই সদস্যরা একটু অন্যরকম ভাবে এর বিরোধিতা করলেন নিজের মধ্যে ছড়ানো রয়েছে মোদির ছবি এবং তার উপর দিয়েই তারা চলে যাচ্ছেন পায়ে হেঁটে। ছবির উপরে জুতো দিয়ে মাড়িয়ে চলে যাচ্ছেন তারা, সাথে চলছে স্লোগানও। কেরলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনাটি ঘটেছে। কিন্তু প্রতিবাদের ভাষা বোধহয় এমন অপমানজনক হওয়া ঠিক না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘এক দেশ, এক রেশন কার্ড’ নির্দিষ্ট ফরম্যাট তৈরি কেন্দ্রের, রাজ্যগুলোকে নতুন কার্ড তৈরির নির্দেশ
কেরলের পি কে দাস কলেজের এমন প্রতিবাদের ভাষাতে সকলেই বেশ মর্মাহত হয়েছেন, এতে প্রশ্ন উঠেছে যে ভারতীয় সংস্কৃতির অবনমন নিয়ে। কোন দলের সঙ্গে বিরোধিতা থাকতেই পারে কিন্তু সে প্রতিবাদের ভাষা এমন লজ্জাজনক হওয়া উচিত নয়। কারণ নরেন্দ্র মোদী কোন দলের একমাত্র নেতা নন, তিনি আমাদের দেশের নেতা, দেশের প্রধানমন্ত্রী, এবং সর্বোপরি তিনি একজন মানুষ, কোনো মানুষকে এভাবে অপমান করাটা সত্যি লজ্জাজনক।