শ্রেয়া চ্যাটার্জি : করোনার আতঙ্ক টা শুরু হয়েছিল চীন থেকে। আর এখন গোটা বিশ্ব আতঙ্কে আতঙ্কিত। বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে ফেসমাস্ক। মানুষজন রাস্তায় বেরলেই একটা মাস্ক পরে বেরিয়ে পড়ছেন। কিন্তু সেই মাস্কটা কতটা তার শরীরের জন্য ভালো, সেইসব না জেনেই তারা সেগুলো কিনছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। একজন ভদ্রলোক করোনা করোনা বলে চেঁচিয়ে প্রতিটি মাস্ক কুড়ি টাকা করে সবজি বিক্রি করার মতো করে বিক্রি করছেন। বিষয়টা দেখে আপনার এই মুহূর্তে হয়তো হাসি পাবে। কিন্তু অনেকেই আমরা এই সমস্ত অস্বাস্থ্যকর মাস্ক পড়ে বেরোচ্ছি, আর মনে মনে ভাবছি আমরা এই ভাইরাসের আক্রমণ থেকে অনেকটাই সুরক্ষিত। কিন্তু বিষয়টা একদমই সেটা নয়।
এই সমস্ত কম দামি মাস্ক ব্যবহার করলে আপনার হিতে বিপরীত হতে পারে। তারচেয়ে নাক-মুখ যদি ঢাকা দিতেই হয় তাহলে কোন ওষুধের দোকান থেকে মেডিকেটেড মাস্ক পড়ুন। বা সেটা সম্ভব না হলে কোন সুতির রুমাল দিয়ে নাক মুখ ঢাকা রাখুন। করোনাভাইরাস এজন্য অকারণে আতঙ্কিত হবেন না কোন গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না। ভাল করে হাত মুখ ধোবেন। সর্দি কাশি হলে ডাক্তারের পরামর্শ নিন। মুড়ি-মুড়কির মতো প্যারাসিটামল খাবেন না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর করোনা ভাইরাস সম্পর্কে যদি আপনার কোন কিছু জানতেই হয় তাহলে কাছাকাছি কোন হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বা হোয়াটসঅ্যাপে আসা কোন মেসেজ থেকে ভুল ধারণা করে আতঙ্কিত হবেন না। আর সবাই মাস্ক পরছে তাই আপনিও একটা কিনে নিয়ে পড়ে ফেললেন, সেটা না করে সত্যি সত্যি আপনার মাস্ক এর প্রয়োজন আছে কিনা তা ডাক্তারের কাছ থেকে জানুন। জেনে কোন ওষুধের দোকান থেকে একটু দাম দিয়ে মেডিকেটেড মাস্ক পড়ুন।
https://www.facebook.com/IndiatimesNewsOfficial/videos/487347811959351/