Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জাস্টিস ফর সুশান্ত! বিস্ফোরক দাবী করলেন সুশান্তের রাঁধুনি নীরজ

মুম্বাই : সিবিআই-এর তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের রাঁধুনি নীরজ সিবিআই কে জানান, “মাদক নিতেন সুশান্ত”।তাঁর বাড়িতে মাদকের প্যাকেট থাকতো সবসময়। এমনকি ভৌতিক কার্যকলাপ অর্থাৎ প্যারানরমাল এক্টিভিটি হত তাঁর…

Avatar

মুম্বাই : সিবিআই-এর তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের রাঁধুনি নীরজ সিবিআই কে জানান, “মাদক নিতেন সুশান্ত”।তাঁর বাড়িতে মাদকের প্যাকেট থাকতো সবসময়। এমনকি ভৌতিক কার্যকলাপ অর্থাৎ প্যারানরমাল এক্টিভিটি হত তাঁর বাড়িতে।তদন্তে উঠে এসেছে যে, সুশান্তের ব্যাঙ্ক একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়।আমরা জানি বলিউডের অনেকেই মাদক সেবন করেন, তবে সুশান্ত সেই তালিকায় ছিলেন কিনা তা এখন তদন্ত বলবে।রাঁধুনির কথার সত্যতা যাচাই চলছে।ভৌতিক কার্যকলাপ প্রসঙ্গে প্রয়াত অভিনেতার দিদিকেও ডাকা হতে পারে বলে খবর।এরপর জেরা করা হবে বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও ল্যান্ডলর্ডকে। প্রয়োজনে রিয়াকে পুনরায় ডাকা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সিবিআই জেরার বিস্তারিত খবর জানার জন্য পড়তে থাকুন।
About Author