Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০২২-এর প্রতিটি পরিবারের জন্য তৈরী করা হবে বাড়ি, জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী

অরূপ মাহাত: প্রতিশ্রুতি মতো কাজ করা শুরু করেছে মোদী সরকার। এবার বেঁধে দেওয়া হলো সেই কাজের সময়সীমা। কেন্দ্রীয় প্রকল্পে প্রতিটি পরিবারের মাথার ওপর ছাদ তুলে দেওয়ার কাজ চলছে দ্রুত কদমে।…

Avatar

অরূপ মাহাত: প্রতিশ্রুতি মতো কাজ করা শুরু করেছে মোদী সরকার। এবার বেঁধে দেওয়া হলো সেই কাজের সময়সীমা। কেন্দ্রীয় প্রকল্পে প্রতিটি পরিবারের মাথার ওপর ছাদ তুলে দেওয়ার কাজ চলছে দ্রুত কদমে। সেই কাজ নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিল সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন জানান, ‘২০২২ সালের মধ্যে প্রতিটি পরিবারের বাড়ি তৈরী করবে কেন্দ্র সরকার।’ মোদী সরকারের এই প্রকল্পের ফলে একটিও গৃহহীন পরিবার থাকবে না বলেই জানিয়েছেন তিনি।

শুধু তাই নয়, প্রতিটি পরিবারের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও করছে কেন্দ্র। এর জন্যও সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। দ্বিতীয় মোদী সরকারের জামানা শেষ হওয়ার আগেই সেই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এই প্রকল্প প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘২০২৪-এর মধ্যে প্রতিটি পরিবারের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে মোদী সরকার।’ তবে ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রাক্কালে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author