Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিশু কন্যাদের শরীরে হরমোন প্রয়োগে বাড়ানো হচ্ছে দেহ, চালানো হত যৌনব্যবসা

কলকাতা : এ যেন নৃশংসতার শেষ সীমা অতিক্রম করার মতো অবস্থা। ঘটনাটি ঘটেছে জয়মিত্র স্ট্রিটের এক ফ্ল্যাটে, ফ্ল্যাটটিতে পুলিশ ঢুকে দেখতে পায় এক তিন বছরের মেয়ে কাঁদছে, তার পাশে বসে…

Avatar

কলকাতা : এ যেন নৃশংসতার শেষ সীমা অতিক্রম করার মতো অবস্থা। ঘটনাটি ঘটেছে জয়মিত্র স্ট্রিটের এক ফ্ল্যাটে, ফ্ল্যাটটিতে পুলিশ ঢুকে দেখতে পায় এক তিন বছরের মেয়ে কাঁদছে, তার পাশে বসে ভয়ে কাঁদছে ১৪ বছরের এক কিশোরী। পুলিশকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। মহিলা পুলিশকর্মীরা তাদের শান্ত করার চেষ্টা করে।সেই সময় দরজা দিতে পালাচ্ছে ২৪ বছরের এক যুবক, তাকে ধরে ফেলে পুলিশ। যুবকটির নাম ঋতুরাজ সিং। তার সাথে ওই চক্রের পান্ডা ও তার পরিবারের সদস্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।সুত্রে খবর, বাইরে থেকে ছোটো ছোটো মেয়েদের কিনে কলকাতায় এনে লালন পালন করে একটু বড়ো করার পর যৌনব্যবসায় লাগিয়ে দিত অভিযুক্তরা। মাত্র ১২-১৪ বছরের মেয়েদের যৌন ব্যবসায় লাগিয়ে দেওয়া হত। উত্তর কলকাতার জয়মিত্র স্ট্রিটে গোপনে চলছিল এই পাচার চক্র। এই দম্পতির কাছে বড়ো হওয়া এবং বহু পুলিশের লালসা হওয়া এক মেয়ে পালিয়ে এসে সবকিছু জানায় পুলিশকে।জানা গিয়েছে ওই তিন বছরের শিশু অনেক টাকা দিয়ে ঘরে এনেছিল দম্পতি। আর কিছুবছর পরই ওই ছোট্ট মেয়েটিকে যৌন ব্যবসায় নামানো হত। ছেলে ঋতুরাজকে বাড়ি পাহাড়া দিতে রেখে বাইরে যান দম্পতি। তারপরেই বাড়িতে হানা দেয় লালবাজারের গোয়েন্দারা। ঋতুরাজকে গ্রেফতারও করা হয়।
About Author