Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানা হচ্ছে না লকডাউনের নিয়ম, বাংলার ৭ জেলাকে আরও কড়া হওয়ার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

দ্বিতীয় দফায় ৩ রা মে পর্যন্ত লকডাউন ঘোষণার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০ শে এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে লকডাউনের নিয়ম শিথিল করা। দেশের অর্থনীতিকে সচল করতেই কৃষি সহ…

Avatar

দ্বিতীয় দফায় ৩ রা মে পর্যন্ত লকডাউন ঘোষণার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০ শে এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে লকডাউনের নিয়ম শিথিল করা। দেশের অর্থনীতিকে সচল করতেই কৃষি সহ বেশ কিছু অত্যাবশ্যকীয় ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছিল সরকার। সেই মতো আজ, সোমবার থেকে লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। বেশ কিছু ক্ষেত্রে শুরু করা হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপও।

এমন পরিস্থিতিতেও বাংলার জন্য রয়েছে খারাপ খবর। লকডাউনের নিয়মকানুন ঠিকভাবে মানা হচ্ছে না বাংলায়। এই অভিযোগে বাংলাকে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলার করোনা সংক্রমিত ৭ টি জেলাকে চিহ্নিত করে সেখানে লকডাউন মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে কেন্দ্র। এই ৭ টি জেলা হলো – কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। শুধু তাই নয়, এই জেলাগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো চিঠিতে, এই জেলাগুলোতে আরও কড়া হওয়ার জন্য বাংলার প্রশাসনকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলাগুলোর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে গড়া হচ্ছে ৮ সদস্যের একটি টিম। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই অভিযোগে চিঠি দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানকেও।

About Author