Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নেতাজি এবার হিন্দিতে, শুরু হতে চলেছে বাংলা ধারাবাহিকের হিন্দি সম্প্রচার

নেতাজি এই নামটা শুনলেই একটা আচমকা দেশপ্রেম জেগে ওঠে। কখনো বুকে দুঃখ আসে, কখনো বিপ্লব জেগে ওঠে। এই নামের একটা আলদা মাহাত্ম্যই আছে তাইনা। এবারে মানুষের মনের এই দুর্বলতাকে আরও…

Avatar

নেতাজি এই নামটা শুনলেই একটা আচমকা দেশপ্রেম জেগে ওঠে। কখনো বুকে দুঃখ আসে, কখনো বিপ্লব জেগে ওঠে। এই নামের একটা আলদা মাহাত্ম্যই আছে তাইনা। এবারে মানুষের মনের এই দুর্বলতাকে আরও একবার উস্কে দিল সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘নেতাজি’ ধারাবাহিক। ১৮ই জানুয়ায়ী ২০১৯ এ শুরু হয়েছিল নেতাজি ধারাবাহিক। সন্ধ্যা সাড়ে আটটার স্লটে চলছিল জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজি’। বেশ জোরকদমে চলেছে এই ধারাবাহিক।

কিন্তু, ২০২০ র ১লা অগাস্ট শেষ হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। এর আগেও সুরিন্দর ফিল্মস বহু বাংলা সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু জাতীয় স্তরের কোন ব্যক্তিত্বকে নিয়ে আগে কখনো কাজ করেনি। জাতীয় স্তরের ব্যক্তিত্ব নিয়ে তাঁর এটাই প্রথম কাজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেতাজি এবার হিন্দিতে, শুরু হতে চলেছে বাংলা ধারাবাহিকের হিন্দি সম্প্রচার

এই ধারাবাহিক সুরিন্দর ফিল্মসকে সাফল্য এনে দিয়েছে, আর তাই আবারও হিন্দিতে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক একটি ন্যাশানাল হিন্দি চ্যানেলে। দীর্ঘ দেড় বছর ধরে চলা এই বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে হিন্দিতে আসতেই চলেছে এই ধারাবাহিক। বর্তমানে ডাবিং এর কাজ চলছে, খুব শীঘ্রই নিয়মিত দেখান হবে হিন্দি চ্যানেলে।

এই ধারাবাহিকে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছোটবেলার কাহিনী তুলে ধরা হয়েছে। সুভাষ চন্দ্র বোসের ছোট থেকে বড় হয়ে ওঠার কাহিনি রয়েছে এই ধারাবাহিকে। সুবির গল্প দিয়ে শুরু হয় এই ধারাবাহিক, শেষ হয় নেতাজির অন্তর্ধান যাত্রা দিয়ে। এই ধারাবাহিকে অঙ্কিত মজুমদার নেতাজির ছোটবেলার ভুমিকায় অভিনয় করেন এবং নেতাজির পরিণত বয়সে অভিনয় করেন অভিষেক বসু। এবার সবাইকে নিয়েই শুরু হচ্ছে ডাবিং এর পর্ব। খুব শীঘ্র নেতাজির হিন্দি ভার্সন আসতে চলেছে।

About Author