কৌশিক পোল্ল্যে: সময়ের সাথে বয়স বাড়লেও মনের জোরে অনেক অসাধ্যসাধনকেই সম্ভব করে তোলেন এ যুগের বয়যিষ্ঠরা। নাচে গানে মঞ্চজয় কিংবা সুপ্ত কোনো প্রতিভার জাগরন ঘটিয়ে সাড়া ফেলে দিতে ওস্তাদ এই পূর্ববর্তী জেনারেশন। এমনই অবাক করা এক ঘটনার সাক্ষী থাকল গোটা পৃথিবী। রাইট ব্রাদার্সরা অনেক আগেই আবিষ্কার করে ফেলেছেন আকাশযান, কালের সঙ্গে নিয়মানুযায়ী বিবর্তন হয়েছে সেসবের। তবে একেবারে নিজস্ব খাঁটি প্ল্যানে হেলিকপ্টার বানিয়ে চমকে দিলেন বছর ষাটের এক ভদ্রলোক।
আর শুধু বানিয়েই ক্ষান্ত হননি। সেই যানে চড়ে আকাশে দিব্যি ঘুরে বেড়ালেন মনের আনন্দে। তার গবেষনা সফল হয়েছে। সেই সুবাদের একটি ভিডিও ক্যামেরাবন্দি হয়ে উঠে এল ফেসবুকের পাতায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথমে সেই জনৈক ব্যক্তি হাত দিয়েই বার কয়েক চেষ্টা করে হেলিকপ্টারের পিছনের ডানাটি চালিয়ে সচল করলেন। সেটি কাজ করতে শুরু করলে তিনি যানে চড়ে বসেন। এরপর সেটি মাটির ওপরই চলতে শুরু করে। বেশ খানিকটা ছুটে যাওয়ার পর হেলিকপ্টারের উপরের পাখাটি সক্রিয় হয় এবং এরপরই আকাশপথে যাত্রা করেন ওই মাঝ বয়স্ক পৌঢ়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবেশ কিছুক্ষন আকাশে হাওয়াই সফর করার পর সুস্থ ও সুন্দরভাবে ল্যান্ড করালেন হেলিকপ্টারটিকে। এই ঘটনা দেখেই তাজ্জব গোটা দুনিয়া। সোশালে আপলোড হওয়া এই ভিডিওতে উপছে পড়ছে নেটিজেনদের শুভেচ্ছাবার্তা। তাহলে বেশ বোধগম্য হয়, বয়সটা কিন্তু শুধুই শরীরে; মনের জোরটাই আসল। এখন দেখে নিন সেই ভিডিয়োটি, যেখানে নিজের তৈরি হেলিকপ্টারে উড়ছেন বছর ষাটের বৃদ্ধ। নীচে পোস্টটি সাজানো রইল আপনার জন্য।