অরূপ মাহাত: রাজ্যের সাথে রাজ্যপালের সংঘাত কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সংঘাত মাঝে মাঝে এমন উচ্চতায় গিয়ে পৌঁছাচ্ছে যে শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে তা। মুর্শিদাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূলের ছাত্র যুবরা। তবে সেসব নিয়ে মাথা ঘামাননি রাজ্যপাল। উল্টে হাত নেড়ে অভিবাদন জানান ছাত্রছাত্রীদের।
কিন্তু রাজ্যের মন্ত্রীদের একের পর এক আক্রমণের জবাবে এবার মুখ খুললেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধঙ্কড়। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়দের আক্রমণের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের সাংবিধানিক প্রধানকে এভাবে একের পর মন্ত্রী আক্রমণ করে যাবেন আর মুখ্যমন্ত্রী কিছু জানবেন না এটা হয় না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া রাজ্যপালকে এভাবে আক্রমণ সম্ভব নয়। এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর।’ এরপরই তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কটাক্ষ ছুঁড়ে দিয়ে সরাসরি লড়াইয়ে নামার আহ্বান জানান। বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে আক্রমন করুন, অথবা একজনকে ঠিক করুন যে সবসময় রাজ্যপালকে আক্রমণ করে যাবে।’ রাজ্যপালের এমন মন্তব্যে রাজ্যের সাথে সংঘাত আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।