Today Trending Newsনিউজরাজ্য

‘ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা’ মমতাকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল

Advertisement
Advertisement

সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আটকে পড়েছিলেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। সেই ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের বিরুদ্ধে। কিন্তু দিন গড়াতেই সেই ক্ষোভ বদলে গেল সহযোগিতার সুরে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার উদ্যোগ নিলেন তিনি। সকালের ঘটনায় ব্যাথিত রাজ্যপাল জানালেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় জরুরি অবস্থা চলছে। বরাবর এই অভিযোগ করে আসা রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে নিজের বক্তব্যের সত্যতা প্রমাণের চেষ্টা করলেন।

Advertisement
Advertisement

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। সেখানে তিনি জানান, ‘রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে। কোন নিয়ম মানা হচ্ছে না। যেন জরুরি অবস্থা চলছে।’ এই কথা উল্লেখ করে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে এসে দেখা করতে বলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত ২ দিনের ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। এমনটা হওয়া অনুচিত। আমাকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই আমি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম। কিন্তু ওখানকার কিছু কর্মীদের জন্য ওখানে ঢুকতেই পারলাম না। এমন ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত ও দুঃখিত।’

Advertisement

আরও পড়ুন : NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

Advertisement
Advertisement

রাজ্যপালের অভিযোগ, এমন ঘটনা যাদবপুরেই প্রথম নয়, এর আগেও বর্ধমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজেও একই ঘটনা ঘটেছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অতিথি তালিকা থেকে বাদ আচার্য তথা রাজ্যপালের নামও। যা নিয়ে তিনি অত্যন্ত ব্যথিত বলে জানান রাজ্যপাল। এই সমস্যা কাটিয়ে উঠতে তাই সরাসরি মুখ্যমন্ত্রীকেই রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button