Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুই দিনে এক লক্ষ আয়ুষ্মান কার্ড বিতরণ করবে সরকার, মানুষকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে, জানুন সরকারি স্কিমের ব্যাপারে বিস্তারিত

দেশের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত পরিষেবা প্রদানের জন্য এবারে ভারত সরকার নিয়ে এলো একটা দারুণ প্রকল্প। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের…

Avatar

দেশের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত পরিষেবা প্রদানের জন্য এবারে ভারত সরকার নিয়ে এলো একটা দারুণ প্রকল্প। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা। এই প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সরকার আয়ুষ্মান ভব অভিযানের ভিত্তি স্থাপন করে দিয়েছে। দুদিনের এই আয়ুষ্মান ভব যোজনায়, এক লক্ষেরও বেশি লোককে আয়ুষ্মান কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু ১৩ সেপ্টেম্বর গুজরাটের রাজভবন থেকে আয়ুষ্মান ভারত পোর্টাল এবং আয়ুষ্মান অ্যাপ সহ আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড স্কিম চালু করে দিয়েছেন। আয়ুষ্মান ভব অভিযান শুরুর দুই দিনের মধ্যে রেকর্ড সংখ্যক মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এরপর এই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, এই প্রচার অভিযানের অধীনে প্রায় এক লক্ষ মানুষ আবেদন করেছেন, যা, ইতিমধ্যেই একটা রেকর্ড। ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ১৫ দিন ধরে চলবে এই কর্মসূচি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড প্রকল্পের মাধ্যমে সরকার সবাইকে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বীমা প্রদান করতে চলেছে। কিছু রাজ্য সরকার এই স্কিমের পরিমাণ ৫ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১৫ লক্ষ টাকা করে দিয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান এবং গুজরাট। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে মোট ৪৫ কোটির বেশি মানুষ আয়ুষ্মান অ্যাকাউন্ট করবেন বলে মনে করা হচ্ছে। ইতি মধ্যেই উত্তরপ্রদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে এই স্কিম। যাতে দেশের কোন সুবিধাভোগী বাদ না পড়ে তার জন্য বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালানো হচ্ছে প্রচার।

About Author