কেন্দ্র সরকারের অধীনে কর্মরত চাকুরীজীবিদের অবসরকালীন বয়স কমানোর সিদ্ধান্ত নিলো সরকার। মনে করা হচ্ছে যে, দেশের অর্থনীতির হাল ফেরাতে এবং চরম বেকার সমস্যার সমাধানে এমন পরিকল্পনা গ্রহনের সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। সেক্ষেত্রে অবসরের মাপকাঠি কী হবে, সে নিয়ে উচ্চস্তরীয় ভাবনা চিন্তার মাধ্যমে রূপরেখা ঠিক করা হবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে কেন্দ্র সরকার একটি কমিটি গঠন করেন। তাদের সুপারিশ প্রস্তাব আকারে জমা পড়েছে কেন্দ্র সরকারের কাছে। তাতে বলা হয়েছে, দুটি মাপকাঠির মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স স্থির করা যেতে পারে। যে দুটি সুপারিশ প্রস্তাব আকারে জমা পড়েছে সেগুলি হলো- প্রথমত, যদি কোন কেন্দ্রীয় সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে ৩৩ বছর পূর্ণ করেন তবে তাকে অবসর দেওয়া যেতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবং দ্বিতীয়ত, কেন্দ্র সরকারের অধীনে কর্মরত কোন কর্মচারীর বয়স ৬০ বছর পূর্ণ হলে তাঁকে অবসর গ্রহন করতে হবে। এই দুটি প্রস্তাব আইএএস, আইপিএস থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কার্যকর হবে বলে জানা গিয়েছে।