কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুশ্চিন্তা কমিয়ে সরকার জানাল, কর্মীদের অবসরের বয়স কমানোর কোনও রকম পরিকল্পনা নেই সরকারের। সম্প্রতি সরকারি কর্মচারীদের অবসরের বয়স কমানোর খবরকে গুজব বলে দাবি করলেন কেন্দ্র।
বেশ কিছু দিন আগে, সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা কমানো নিয়ে কেন্দ্র সরকার নতুন করে ভাবনাচিন্তা করছে বলে খবর রটেছিল। সেক্ষেত্রে সরকারি কর্মীদের চাকরির মেয়াদও বেঁধে দিতে চাইছে সরকার, এমনটাই দাবি করেছিলেন বিভিন্ন সংবাদসংস্থা। এরই সাথে জানানো হয়েছিল যে, কর্মী ও প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই নাকি এমন একটি প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের ব্যয় বিভাগের কাছে। এমন খবরে স্বভাবতই জল্পনার শুরু হয়েছিল কর্মচারী মহলে। তবে কেন্দ্রীয় সরকারের খবরের সত্যতা অস্বীকার করে বিষয়টিকে গুজব বলে ব্যাখ্যা করা হলো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, অবসরের বয়স সেই ৬০ বছরই থাকছে। একই সাথে, অবসরের মেয়াদ বেঁধে দেওয়ার কোন রকম প্রস্তাব আসেনি বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পূজোর আগে দুশ্চিন্তা কাটলো কেন্দ্রীয় কর্মচারীদের।