Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই অভিনেতার বাড়ির সামনে বিয়ের প্রস্তাব নিয়ে ধর্না দিলেন এক মেয়ে! দেখুন ভিডিও

কার্তিক আরিয়ান বলিউডের নতুন প্রজন্মের হিরোদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অভিনয়টাও তিনি মন্দ করেন না। কার্তিক খুব হ্যান্ডসাম। তাঁর জন্য মেয়েরা পাগল। শুধু ফ্যানেরা নন। সারা আলি খানের মতো হিরোইনরাও তাঁর…

Avatar

কার্তিক আরিয়ান বলিউডের নতুন প্রজন্মের হিরোদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অভিনয়টাও তিনি মন্দ করেন না। কার্তিক খুব হ্যান্ডসাম। তাঁর জন্য মেয়েরা পাগল। শুধু ফ্যানেরা নন। সারা আলি খানের মতো হিরোইনরাও তাঁর সঙ্গে ডেটে যেতে চান। কার্তিক আরিয়ানের বাড়ির সামনে ১৫ দিন ধরে ধর্ণায় ছিলেন এই মেয়ে! দিলেন বিয়ের প্রস্তাব।কার্তিক আরিয়ানের ফ্যান এই মেয়ে। মু্ম্বইতেই থাকেন। বয়স ২০ হবে খুব বেশি হলে। কার্তিকের সঙ্গে একবার দেখা করবেন বলে ১৫ দিন ধরে রোজ দাঁড়িয়ে থাকতেন কার্তিকের বাড়ির সামনে। রাতে নিজের বাড়িতে ফিরে আসতেন। আাবার ভোর হলেই কার্তিকের দরজায় ধর্ণা দিতেন। এভাবেই ১৫ দিন পর তাঁর সঙ্গে দেখা হয় কার্তিকের। সিকিউরিটির বেড়াজাল পার করে এই মেয়ে দেখা পান কার্তিকের।কার্তিক তাঁকে নিজের বাড়িতে বসিয়ে কথা বলেন। তারপর চলে আসার সময় মেয়েটি মাঝ রাস্তায় হাঁটুগেড়ে বসে কার্তিককে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু কার্তিক বাধ্য হন তাঁর ভক্তের মন ভাঙতে। সেলফি তুলে হাসি মুখে সেই ফ্যানকে বাড়ি পাঠান কার্তিক।
 
View this post on Instagram
 

Adorable! A @kartikaaryan fan proposed the actor after meeting him at his home.

A post shared by Filmfare (@filmfare) on

About Author