Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য, কলকাতায় নিয়ে আসা হয়েছে প্রয়াস তাপস পালের দেহ

মঙ্গলবার রাত ৩ টা ১৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম সফল নায়ক তাপস পাল। বুধবার কেওড়াতলার মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয়…

Avatar

মঙ্গলবার রাত ৩ টা ১৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম সফল নায়ক তাপস পাল। বুধবার কেওড়াতলার মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। সেই উদ্দেশ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে অভিনেতার মরদেহ। শেষকৃত্যের আগে তাঁর দেহ রাখা থাকবে রবীন্দ্র সদনে। বিভিন্ন বিশিষ্ট জনেরা সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

জানা গেছে, বুধবার সকাল ১১ টা থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে অভিনেতার দেহ। প্রয়াত অভিনেতাকে সেখানেই শ্রদ্ধাজ্ঞাপণ করবেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। সাধারণ মানুষও সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন তাদের প্রিয় অভিনেতাকে। তারপর সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : তাপস পালের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের

তরুণ মজুমদারের পরিচালনায় ‘দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় শুরু করেন তিনি। প্রথম ছবিতেই ভূয়সী প্রশংসা পায় তাঁর অভিনয়। এছাড়াও ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’, ‘কড়ি দিয়ে কিনলাম’ সহ বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন টলিউডকে। একইসঙ্গে রাজনীতিতেও সমান দক্ষ ছিলেন তিনি। ২০০১ সালে তৃণমূলের হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। দীর্ঘদিন বিধায়ক থাকার পর ২০০৯ সালে কৃষ্ণনগরের সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।

About Author