Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জানুয়ারি মাসে ভাঙা হচ্ছে টালা ব্রিজ, নবান্নের চুড়ান্ত সিদ্ধান্ত

আগামী জানুয়ারি মাসের মধ্যে সরকার ভাঙতে চলেছে রুগ্ন টালা সেতু। আজ, শুক্রবার পুরসভার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক এবং পূর্ত দফতরের কর্মকর্তাদের সাথে নবান্নে বৈঠক করে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

Avatar

আগামী জানুয়ারি মাসের মধ্যে সরকার ভাঙতে চলেছে রুগ্ন টালা সেতু। আজ, শুক্রবার পুরসভার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক এবং পূর্ত দফতরের কর্মকর্তাদের সাথে নবান্নে বৈঠক করে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছরের মধ্যেই ব্রিজ তৈরীর কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি টালা সেতুতে যান চলাচল নিষিদ্ধ করা হলে বহু সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ব্রিজ ছেড়ে ঘুরপথে যাতায়াত করছেন তারা। তাই আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই সেতুর কাজ শুরু করতে চাইছে প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল রেল ও পূর্ত বিভাগের কর্তারা টালা সেতু পরিদর্শন করবেন। ১৫ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট জমা দিলেই শুরু হবে সেতু তৈরির কাজ। নতুন সেতু তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দফতরের উপর, তবে রেল লাইনের উপর দিয়ে যে অংশ গেছে তা তৈরী করবেন রেল মন্ত্রক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে যেসব বাস রুট বদল করেছে তাতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ১৯৬২ সাল থেকে চালু হওয়া ৬৭৫ মিটার দৈর্ঘ্যের টালা সেতু ভেঙে ফেলা এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এখন ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

About Author