বিশ্ব উষ্ণায়ন কতটা খারাপ প্রভাব বিস্তার করতে পারে তারই প্রমাণ পাওয়া গেল।চলতি মাসে আন্টার্কটিকায় ৯ দিন ধরে তাপপ্রবাহ চলায় গলে গেল ২০ শতাংশ বরফ। এই ঘটনায় বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। আন্টার্কটিকার উত্তরের অংশে সব থেকে বেশি জায়গায় বরফ গলে গিয়েছে বলে জানা গিয়েছে।
পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটউইস বলেছেন, বিশ্বের শীতলতম জায়গায় এই দ্রুত বরফ গলা খুবই খারাপ লক্ষণ।চলতি মাসের শুরুর দিকে আন্টার্কটিকার আবহাওয়া অস্বাভাবিক গরম হতে শুরু করলে সমুদ্রের জলস্তরও বেড়ে যায় এর পর ৯ দিন ধরে অতি দ্রুত বরফ গলতে থাকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দিল্লিতে হিংসার প্রভাব দাম বাড়ল সবজি থেকে দুধের
আন্টার্কটিকায় এমনও অনেক জায়গা আছে যেখানে আজ পর্যন্ত কখনও জলের দেখাই মেলেনি।সেসমস্ত জায়গাগুলিতে বরফ গলে জল হয়ে গেছে। টানা ৯ দিন তীব্র তাপপ্রবাহ চলায় ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় তাপমাত্রা। এই তাপপ্রবাহের ফলে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে আন্টার্কটিকার আবহাওয়ায়। নাসা-র আর্থ অবজারভেটরির তরফে জানানো হয়েছে আন্টার্কটিকায় ঈগল আইল্যান্ডের চূড়ায় ৪ ইঞ্চি বরফের আস্তরণ গলে গিয়েছে। এর আগে আলাস্কা ও গ্রিনল্যান্ডে এত দ্রুত বরফ গলে যাওয়ার ঘটনা ঘটলেও আন্টার্কটিকায় এই দৃশ্য প্রথম।