টেক বার্তা

হবে মধ্যবিত্তের স্বপ্নপূরণ, দুর্ধর্ষ ফিচারের সাথে বাজারে আসতে চলেছে Royal Enfiled-এর এই নতুন বাইক

ভারতে এই মুহূর্তে এই ধরনের বাইকের জনপ্রিয়তা সবথেকে বেশি চলছে

Advertisement
Advertisement

যারা বাইক পছন্দ করেন তাদের কাছে রয়েল এনফিল্ড সবথেকে ভালো কিছু বাইকের মধ্যে একটি হয়ে উঠেছে এই মুহূর্তে। ভারতে যে কয়টি প্রিমিয়াম বাইক রয়েছে তাদের মধ্যে রয়েল এনফিল্ড অন্যতম। সাধারনত খুব একটা কম দামে বাইক রয়েল এনফিল্ড বানায় না। কিন্তু এবারে একেবারে এন্টি লেভেলে একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানি। নিজের সেগমেন্টের সব থেকে সস্তা বাইক হিসেবে সামনে আসবে এই বাইক। যদি আপনি রয়াল এনফিল্ড এর এই মোটরসাইকেল কিনতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত অফার।

Advertisement
Advertisement

আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড এর হান্টার ৩৫০। এই বাইকটি আদতে ৩৫০ সিসি সেগমেন্ট এর সব থেকে সস্তা বাইক। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই বাইকের নানারকম গুনগান ছড়িয়ে পড়েছে। এই বাইকের কিছু টেস্টিং এর ছবি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই আপলোড হয়েছিল। এই সমস্ত ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং হয়ে উঠেছে ভাইরাল। একটা লম্বা সময় পর্যন্ত এই বাইকে টেস্টিং করেছিল কোম্পানি। এই বাইক দেখতে অত্যন্ত দমদার এবং তার সাথেই থাকছে অত্যন্ত ভালো কিছু ফিচার।

Advertisement

হান্টার ৩৫০ বাইকে আপনারা ক্লাসিক এবং মিটিওর রেঞ্জের ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যেতে চলেছেন। এই ইঞ্জিনটি ২০.২ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং ২৭ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে আপনারা ৬ স্পীড গিয়ারবক্স পেয়ে যেতে চলেছেন। রয়েল এনফিল্ড অন্যান্য বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং এই বাইক দুর্দান্ত সাউন্ড তৈরি করতে পারে। এই বাইকে আপনারা অনেকটা স্পোর্টি ডিজাইন পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে ট্রিপল নেভিগেশনের সুবিধা দিয়েছে।

Advertisement
Advertisement

এই বাইকটি হতে চলেছে মধ্যবিত্তের সবথেকে পছন্দের রয়েল এনফিল্ড বাইক। মোটামুটি দুই লক্ষ টাকার মধ্যে এই বাইকের দাম চলে আসবে বলে মনে করছেন ভারতীয় অটোমোবাইল বিশেষজ্ঞরা। এই বাইকটি ওজনে অনেকটা হালকা এবং সাধারণ চেহারার মানুষেরাও এই বাইকটি ভালোভাবে চালাতে পারবেন। এই বাইকটির ফুয়েল ট্যাংক অনেকটা বাজাজ কাওয়াসাকি ক্যালেবারের মতো দেখতে। কিছু দুর্ধর্ষ ফিচারের সাথে রয়েল এনফিল্ড এই বাইকটিকে আর কিছুদিনের মধ্যেই মধ্যবিত্তদের জন্য উপলব্ধ করতে চলেছে। আশা করা হচ্ছে, সব থেকে সস্তা রেট্রো ডিজাইনের এই বুলেট বাইকটি মধ্যবিত্তের রয়াল এনফিল্ডের আশাকে পূরণ করতে পারবে যথেষ্ট দক্ষতার সাথে।

Advertisement

Related Articles

Back to top button