দেশনিউজ

ভবিষ্যতের দলিল হয়ে উঠবে NRC, মন্তব্য প্রধান বিচারপতির

Advertisement
Advertisement

অসমে এনআরসি নিয়ে চাপে পড়েছে বিজেপি সরকার। বিরোধীদের লাগাতার চাপ সৃষ্টি ও ডিটেনশন ক্যাম্পে কয়েকজনের মৃত্যুতে চাপ বেড়েছে অসমের সোনোয়াল সরকারের উপর। তবে পিছু হটেনি তারা। দেশ জুড়ে এনআরসি করার ডাক দিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১-এর বিধানসভা ভোটে বাংলায় এনআরসি-কে ইস্যু করে লড়াইয়ে নামতে চলেছে তারা। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপিকে। তবে, চাপের মুখেও মাথা নোয়াতে রাজি নয় বিজেপি।

Advertisement
Advertisement

এবার তাদের পাল্লা ভারী হলো আরও। এনআরসি-র সমর্থনে মুখ খুললেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অসমের বাসিন্দা এই বিচারপতি বলেন, ‘ভবিষ্যতের দলিল হয়ে উঠবে এনআরসি।’ তিনি আরও বলেন, ‘এনআরসি কোন নতুন ধারনা নয়, ১৯৫১ সাল থেকেই এনআরসি প্রক্রিয়া চালু রয়েছে।’ যারা অসমের বাস্তব পরিস্থিতি না জেনে এনআরসি নিয়ে বিরোধিতা করছেন তাদের সমালোচনাও করেন তিনি। প্রসঙ্গত, এনআরসি নিয়ে সুপ্রিমকোর্টের নজরদারি কমিটির প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন প্রধান বিচারপতি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button