Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মৃত্যু বেড়ে ২৩৪৫, মৃত্যু ঠেকাতে নতুন পদ্ধতির আশ্রয় চীন সরকারের

বর্তমানে চীনের সবথেকে বেশি চিন্তার বিষয় হলো নভেল করোনা ভাইরাস, চীন সরকারের মাথায় চিন্তার হাত রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চীনে বর্তমানে মহামারীর আকার নিয়েছে এই অতি ছোঁয়াচে ভাইরাস। যার…

Avatar

বর্তমানে চীনের সবথেকে বেশি চিন্তার বিষয় হলো নভেল করোনা ভাইরাস, চীন সরকারের মাথায় চিন্তার হাত রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চীনে বর্তমানে মহামারীর আকার নিয়েছে এই অতি ছোঁয়াচে ভাইরাস। যার বিস্তার নিতে খুবই কম সময় লাগে। অতি দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসকে আটকাতে রীতিমতো হিমসিম খাচ্ছে চীনা সরকার। এই ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে। সেখানে এক মাংসের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে বলে জানা গিয়েছে। করোনা ভাইরাসের ফলে সবথেকে বেশি মৃত্যু হয়েছে উহান শহরেই। রাস্তাঘাট হয়েছে জন শুন্য। জানা গিয়েছে, এখনো পর্যন্ত পাওয়া খবর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২,৩৪৫। এবং আক্রান্তের সংখ্যা ৭৬,২৮৮ জন। খবর, WHO এর বিশেষ একটি দল শনিবার যাবে তদন্ত করতে।

শনিবার চীনের স্বাথ্য দফতরের তরফ থেকে জানান হয়েছে, ৩১ প্রদেশের মধ্যে ১০৯ জনের নতুন করে মৃত্যুর খবর মিলেছে। চীনের বাইরেও মিলেছে মৃত্যুর খবর, আরও ২৫ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। চীনের বাইরে অন্যান্য দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : CAA নিয়ে চিন্তার কিছু নেই, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে বললেন উদ্ভব ঠাকরে

এই মারণ ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নয়া পদ্ধতির আশ্রয় নিচ্ছে চিন। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সংক্রমণ নির্ধারণের পদ্ধতি বদলিয়েছে চীন সরকার। এর ফলে নিশ্চিতভাবে করোনা ভাইরাস সংক্রামিতের সংজ্ঞা বদলেছে। তার ফলে করোনাভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশে নতুন করে সংক্রমণের ঘটনাও কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

About Author