Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হলুদ কচ্ছপ দেখতে জনতার ভিড় উপচে পড়লো রায়দিঘিতে

রায়দিঘি : কালচে রঙের কচ্ছপ আমরা সকলেই দেখেছি, কিন্তু সেই কচ্ছপের রং হলুদ হয়, হ্যাঁ তা দেখে অবশ্যই আপনি অবাক হবেন। এটি একটি হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ, দেখা গেল…

Avatar

রায়দিঘি : কালচে রঙের কচ্ছপ আমরা সকলেই দেখেছি, কিন্তু সেই কচ্ছপের রং হলুদ হয়, হ্যাঁ তা দেখে অবশ্যই আপনি অবাক হবেন। এটি একটি হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ, দেখা গেল রায়দিঘির একটি মাঠে। অমন অদ্ভুত প্রাণীটিকে দেখতে জনতা ভিড় জমিয়েছে।

রায়দিঘি অনেকটা সুন্দরবনের কাছাকাছি অঞ্চল সেখানে প্রায় সৈকত সব দেখা যায় দেখা যায় এমন কিছু অবাক কান্ড নয় কিন্তু কচ্ছপের গায়ের রঙ যদি হলুদ বর্ণের হয় তা অবশ্যই অবাক করবে আপনাকে শনিবার বিকেলে মাঠে কাজ করার সময় টগরি মাইতি এই প্রাণীটিকে দেখতে পান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথমে তারা দেখে হতবাক হয়ে যান তারা প্রথমে বুঝতে পারিনি যে প্রানিটি কচ্ছপ তারপরে টগরি মাইতি এবং তার স্বামী সেই থেকে বাড়িতে নিয়ে যান এবং সেই নতুন প্রাণীটির খবর মুখে মুখে ছড়িয়ে পড়ে চারিদিকে, সেটি দেখার জন্য তার বাড়িতে ভিড় জমে যায়, তারপরে রায়দিঘি থানার পুলিশ আসেন এবং ওই দম্পতির বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যান।

পরে অবশ্য বনকর্মীদের খবর দিলে তারা আসেন এবং বলা হয় কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করে কোন অভয়ারণ্যের ছেড়ে দেওয়া হবে।

About Author