Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের আর্থিক সংকট, এরই মধ্যে বিজেপির ধনসম্পত্তির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি

দেশের আর্থিক উন্নতি না হলেও বিজেপির আয় বেড়েছে ২৪১০ কোটি। কথায় আছে কারো পৌষমাস তো কারো সর্বনাশ। দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি, শেয়ারধস ইত্যাদি কারণে আর্থিক সংকটে থাকলেও বিজেপির আয়…

Avatar

দেশের আর্থিক উন্নতি না হলেও বিজেপির আয় বেড়েছে ২৪১০ কোটি। কথায় আছে কারো পৌষমাস তো কারো সর্বনাশ। দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি, শেয়ারধস ইত্যাদি কারণে আর্থিক সংকটে থাকলেও বিজেপির আয় বেড়েই চলেছে। সম্প্রতি নির্বাচন কমিশনারের কাছে বিজেপির বার্ষিক আয়-ব্যয়ের সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ায় দেখা যায় বিজেপির আয় শেষ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

২০১৭-১৮ আর্থিক বর্ষে বিজেপির আয় ছিল ১০২৭ কোটি টাকা।আর ব্যয় ছিল ৭৫৮ কোটি টাকা। ২০১৮-১৯ আর্থিক বর্ষে আয় ছিল ২৪১০ কোটি টাকা আর ব্যয় ছিল ১০০৫ কোটি টাকা। যার বেশির ভাগটাই খরচ হয়েছে ভোটের প্রচারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী, দেখা করবেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দির প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়লেও, বহু মানুষ, বহু সংস্থার ক্ষতি হলেও বিজেপির যে এর ফলে কোনো ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে তা তার আয়ের পরিমাণ দেখেই বোঝা যায়। বিরোধী দলগুলি অবশ্য বলেছে ৫০০,১০০০ টাকার নোট বাতিল বিজেপি অনেক পরিকল্পনা করেই করেছিল। আর এর ফলে সবচেয়ে সুবিধা হয়েছে বিজেপি দলের। দেশের মানুষ অর্থসংকটে, দারিদ্রতার ডুবে থাকলেও বিজেপির অর্থ সমাগমের পরিমাণ দিন দিন উর্দ্ধগগনে উঠছে।

About Author