Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মহামারি বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনবে, জানালেন আইএমএফ-এর প্রধান

করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড-১৯ বিশ্ব জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। ইতিমধ্যে ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় সাড়ে ৫ লক্ষেরও বেশি। ক্রমশ মহামারি থেকে অতি মহামারির…

Avatar

করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড-১৯ বিশ্ব জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। ইতিমধ্যে ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় সাড়ে ৫ লক্ষেরও বেশি। ক্রমশ মহামারি থেকে অতি মহামারির দিকে এগোচ্ছে কোভিড-১৯। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। একের পর এক দেশের শেয়ার মার্কেটে ধস নামতে চলেছে। অর্থনীতির সূচক প্রতিদিন নীচের দিকে নামছে।

অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, কোভিড-১৯ অতি মহামারির কারণে ধ্বংস হতে বসেছে বিশ্ব অর্থনীতি। তাদের আশঙ্কা যে অমূলক নয় তা স্বীকার করে নিল আইএমএফ। শুক্রবার আইএমএফ-এর প্রধান ক্রিস্টালিনা জিওর্জিয়েভা সাংবাদিকদের জানান, বিশ্ব অর্থনীতির অভিমুখ নিশ্চিতভাবেই নিম্নমুখী এবং তা আমরা দেখতেও পাচ্ছি। এই মুহূর্তে উন্নয়নশীল দেশগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া খুব প্রয়োজন। খুব কম করে হলেও এর জন্য ২৫০০ কোটি ডলার অর্থাৎ ১৮ লক্ষ কোটি টাকার প্রয়োজন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাসের সংক্রমণে যে অতি মহামারির সৃষ্টি হয়েছে তাতে বিশ্ব অর্থনীতি আচমকাই স্তব্ধ হয়ে গেছে বলে মনে করেন আইএমএফ প্রধান। ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে, আমরা এখন মন্দার যুগে প্রবেশ করেছি।’ এই পরিস্থিতি ২০০৯ সালের অর্থনৈতিক মন্দাকেও ছাপিয়ে যাবে বলে মনে করেন ক্রিস্টালিনা।

About Author