প্রায় ২৫ দিন আগে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে মন্ত্রীত্বপদ কোন দলের তা এখনো ঠিক হতে পারেনি। মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপি জোট জয়লাভ করলেও শিবসেনার কিছু দামি মানতে নারাজ বিজেপি, যার জেরে শিবসেনা বিজেপি সাথে জোট ভেঙে কংগ্রেস ও এনসিপির সাথে জোট তৈরি করছে।
আজ সোমবার, শিবসেনার সাথে সরকার গঠনের লক্ষ্যে সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ার এক বৈঠক করবেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ডিসেম্বরের মধ্যেই মহারাষ্ট্রে সরকার গঠন করা হবে এবং মুখ্যমন্ত্রী পদে শিবসেনা দল বসবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশিবসেনার তরফ থেকে অনেক দাবি থাকলেও কংগ্রেস এখনও সরকার গঠন নিয়ে কোনো মতামত প্রকাশ করেনি। এই নিয়ে সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ারের বৈঠক শুক্রবার ঠিক হলেও তা পিছিয়ে সোমবার হয়।
ইতিমধ্যেই সরকার গঠন নিয়ে এনসিপি ও কংগ্রেসের মধ্যে এক বৈঠক হয়েছে। শিবসেনার কাছে নূন্যতম কর্মসূচি হিসেবে কি প্রস্তাব রাখা হবে সে বিষয়েই আজকের বৈঠক বসবে।