Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিটফান্ডে সর্বশান্ত হওয়া সাধারণ মানুষ জোট বাঁধছে ক্রমাগত, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে চলেছে

মলয় দে নদীয়া : সারা বাংলায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন বিভিন্ন মানি মার্কেটিং সংস্থাগুলির কাছ থেকে, নিজেদের প্রয়োজনেই সর্বস্বান্ত এই মানুষেরা গঠন করেছে সংগঠন। আজ 3রা ফেব্রুয়ারি অল…

Avatar

মলয় দে নদীয়া : সারা বাংলায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন বিভিন্ন মানি মার্কেটিং সংস্থাগুলির কাছ থেকে, নিজেদের প্রয়োজনেই সর্বস্বান্ত এই মানুষেরা গঠন করেছে সংগঠন।

আজ 3রা ফেব্রুয়ারি অল বেঙ্গল চিট ফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নদীয়া জেলা কমিটির উদ্যোগে এজেন্টের টাকা ফেরত সুরক্ষার দাবি সহ 6 দফা দাবিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রুপম চৌধুরী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সভা শেষে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড়ে পোস্ট অফিস মোড়ে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের নদীয়া জেলা কমিটির সম্পাদক ইব্রাহিম বিশ্বাস।

সংগঠিত হওয়া নেতৃত্ব জানান এত বছর হয়ে যাওয়া সত্ত্বেও, আজব বিভিন্ন কোম্পানির প্রচুর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করেনি, সেগুলো বিক্রি করে 60 ভাগ সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সে বিষয়ে কোন হেলদোল নেই প্রশাসনের। তাই আগামীতে আরো বড় আন্দোলনের পথে এগোচ্ছেন তারা।

About Author