করোনা চিকিৎসা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা। এবার চিকিৎসা শেষে তারা দেখলেন তাদের ত্বক পুড়ে কালো হয়ে গিয়েছে। ঘটনা খোদ চীনের উহানের। যখন করোনার চিকিৎসা করছিলেন এই দুই চিকিৎসক তখন তাদের গায়ের রঙ ছিল ফর্সা, কিন্তু আক্রান্ত হওয়ার পর এখন তাদের গায়ের রঙ হয়ে গিয়েছে সম্পূর্ণ কালো। অদ্ভুত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলে।
জানা যাচ্ছে, ই ফ্যান ও হু ইফেং নামে দুই চিকিৎসক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছিলেন। সেই সময়ই করোনায় আক্রান্ত হন দুজনেই। চিকিৎসার পর তারা দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ, ছাড়াও পেয়ে গিয়েছেন হাসপাতাল থেকে। কিন্তু আমূল বদলে গিয়েছে তাদের গায়ের রঙ। শরীরের এই রঙ বদলের জন্য চিকিৎসকরা মনে করছেন, করোনার ফলে তাদের যকৃৎ এর উপর গুরুতর প্রভাব পড়েছে। দুজনের চিকিৎসা শুরুর সময়ে তাদের যে ওষুধ দেওয়া হয়েছিল তা তাদের যকৃতের উপর খুবই প্রভাব ফেলেছে। আর তার ফলেই শরীরের এই রঙ পরিবর্তন। যদিও তাদের শরীরের স্বভাবিক রঙ ফিরে আসবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
করোনায় আক্রান্ত হয়ে ই ফ্যানকে ৩৯ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। হু ইফেংয়কে আরও বেশি দিন রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তাকে ৯৯ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই দুই চিকিৎসক। কিন্তু বেঁচে ফেরার পর তারা আর তাদের নিজেদেরকেই চিনতে পারছেন না। এতদিন করে ভেন্টিলেশনে থাকার জন্য দুই চিকিৎসকই মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তাদের কাউন্সেলিং করা হলেই তাদের আগের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।