বেমাত্র দূর্গাপূজা, লক্ষ্মীপুজা, কালীপুজা, ভাইফোঁটার রেশ কাটিয়ে সাধারন জীবনযাপন শুরু করেছে রাজ্যবাসী। তার পরেই রয়েছে ছটপুজা ও জগদ্ধাত্রী পূজা যার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই সামনের বছর অর্থাৎ ২০২০ সালে পুজোর জন্য ছুটির ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বড়বাজারে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করতে এসে ছুটির ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী।
২০২০ সালে ২২শে অক্টোবর থেকে শুরু হচ্ছে দূর্গাপূজা। সরকারি কর্মচারীদের পুজোর ছুটি থাকবে ১৯-৩১ শে অক্টোবর। তবে ১৭ ও ১৮ অক্টোবর শনি ও রবিবার থাকায় দুদিন আগে থেকেই ছুটি পেয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবছর লক্ষ্মীপূজা থেকে কালীপুজার মাঝে সরকারি অফিস খুলে গেছিল। তাই বুধবার থেকেই অফিসে কাজ করতে শুরু করলেন কর্মচারীরা। এর মাঝেই ২০২০ সালে পুজোর ছুটির কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। তবে এবারে কালীপূজা ও ছটপুজার পরের দিন ছুটি থাকবে কিনা সেব্যাপারে কিছু বলেননি মুখ্যমন্ত্রী।
ছুটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, সরকারি কর্মচারীদেরও পরিবার আছে। তারাও চায় নিজেদের পরিবারের সাথে পুজোর সময় কাটাতে। এর আগে কোনো রাজ্য এমনটা ভাবেনি কিন্তু আমরা এব্যাপারে নজর দিয়েছি। এর আগে পুজোয় চারদিন ছুটি পেতেন সরকারি কর্মচারীরা। আমরাই ছুটির পরিমান বাড়িয়েছি।