শ্রেয়া চ্যাটার্জি : অফিসের ক্লান্তিকর কাজকর্মের পড়ে রিলাক্সেশন এর জন্য আমরা কত কিনা করে থাকি। যোগাভ্যাস, একটু বন্ধুদের সঙ্গে ইনডোর গেম, বা কফিতে চুমুক দিতে দিতে কানে হেডফোন গুঁজে পছন্দসই গান। এইসব করে সাময়িক কিছুটা স্বস্তি পাওয়া যায়। পরের কাজের জন্য কিছুটা এনার্জিও সঞ্চিত হয় বটে।
কিন্তু উপরের ভিডিওটিতে দেখা যাচ্ছে কোম্পানির সিইও তার কর্মচারীদের সঙ্গে টিফিন ব্রেকে দিব্যি কোমর দুলিয়ে নাচলেন। কর্মচারীরাও বেশ আনন্দিত হয়ে তার সঙ্গে কোমর দোলালেন, হাত পাও নাড়ালেন। যারা নতুন প্রজন্মের ছেলেদের মেয়েদের দেখে নানা কারণেই তাদের কাজকর্ম নিয়ে নাক সিঁটকোন, অর্থাৎ পুরনো দিনের মানুষেরা তারা হয়তো এই ভিডিও দেখে মুখে ভাল না বললেও, মনে মনে আফসোস করবেন, হয়তো এইটা ভেবে যে তাদের সময়ও যদি এরকম থাকত তবে মন্দ হতো না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএক নাগাড়ে অফিস ডেস্কে বসে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে, পেটে মেদ জমবে, গ্যাস, অম্বল এ আপনার শরীর হবে বিপর্যস্ত, মেজাজ হবে খিটখিটে। এসব কিছুর ফাঁকে আপনার টিফিন ব্রেক টা যদি এরকম মজাদার হয় তাহলে মন্দ হয় না। আর নাচ এমন একটা শারীরিক ভঙ্গি যেখানে আপনার হাত-পা ও সচল থাকবে এবং আপনার মন ও তরতাজা থাকবে।