বিগত বেশকিছু বছর ধরে আমাদের দেশে বেকারত্ব এক চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এক সমীক্ষায় অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বেকারত্বের পরিমান কমেছে প্রায় ৯.৩ শতাংশ, যা বিগত বছরগুলির তুলনায় সবথেকে কম।
বর্তমান সময়ে ভারতীয় অর্থনীতি নীচের দিকে নামতে আছে। চাহিদা না থাকার জন্য মার খাচ্ছে উৎপাদন। যার জন্য উৎপাদন বাড়ার বদলে কমছে, অর্থাৎ শিল্পকেন্দ্র গুলি ক্ষতির সম্মুখীন হচ্ছে। যার জেরে কর্মসংস্থান পরিমান তো বাড়তে না তার বদলে কমতেই আছে। এই অসুবিধার জন্য বারবার সমালোচনার স্বীকার হচ্ছে কেন্দ্রসরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগতবছর অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতীয় শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৯.৯ শতাংশ। ২০১৯ সালে ত্রৈমাসিকে ভারতীয় শহরাঞ্চলে বেকারত্বের হার কমে ৯.৩ দাঁড়িয়েছে। সুত্রে খবর আর কিছু সময় পর কেন্দ্র জব রিপোর্ট পেশ করবে। জব রিপোর্ট তৈরির ক্ষেত্রে কারেন্ট উইকলি স্ট্যাটাস পদ্ধতি অনুসরন করছে কেন্দ্র।
এই পদ্ধতিতে সাত দিনের তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়। এক্ষেত্রে কোনো ব্যক্তি সপ্তাহে ১ ঘন্টা কাজ না করলে তাকে কর্মহীন হিসেবে ঘোষনা করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি সপ্তাহে ১ ঘন্টার বেশি কাজ করলে তাকে কর্মহীনের জায়গায় যোগ করা হয়না।