১৪’ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত দক্ষিণী অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপটার ২’। এই দীর্ঘ প্রতীক্ষিত ছবি মুক্তি পেতেই রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছে দর্শকরা। অনেকদিন আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল ভক্তদের মাঝে। অনলাইন টিকিট বুকিং থেকেই এই ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকা আয় করে ফেলেছিল। এই মুহূর্তে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কেজিএফ চ্যাপটার ২’। এই ছবির মোট আয় খুব শীঘ্রই ১০০০ কোটি ছুঁতে চলেছে।
দর্শকদের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হচ্ছে এই ছবি রীতিমতো তাদের মনে জেঁকে বসে রয়েছে। হিন্দি ভাষাতেই এই ছবি সবথেকে বেশি আয় করেছে। জানা গেছে, এখনো পর্যন্ত বিশ্বের বাজারে এই ছবি ৭০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে বক্সঅফিসে। নিঃসন্দেহে খুব শীঘ্রই এই ছবি ১০০০ কোটি ছুঁতে চলেছে, সেই নিয়ে কোন সন্দেহের অবকাশই নেই। ছবির সাফল্যের আনন্দে এখন উদযাপনে মেতেছেন অভিনেতা থেকে পরিচালক, প্রডিউসার সকলেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowIt’s just the beginning 🎉#KGFChapter2@TheNameIsYash @prashanth_neel @VKiragandur pic.twitter.com/6LjSWFUq5u
— Hombale Films (@hombalefilms) April 24, 2022
সম্প্রতি ‘হম্বেল ফিল্মস্’এর তরফ থেকে দুটি ছবি শেয়ার করা হয়েছে টুইটারের মাধ্যমে। যেখানে ‘কেজিএফ চ্যাপটার ২’এর সাফল্য উদযাপন করতে দেখা গিয়েছে কন্নড় অভিনেতা যশ, পরিচালক প্রশান্ত নীল ও ‘হম্বেল গ্রুপ’এর প্রডিউসার বিজয়কে। তাদের সামনের টেবিলে একটি কেক দেখা গিয়েছে, যেখানে ‘কেজিএফ চ্যাপটার ২’ লেখা ছিল। সম্প্রতি এই ছবি দুটি রীতিমতো ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ‘কেজিএফ চ্যাপটার ৩’ প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। চ্যাপটার ২’এর শেষে পরবর্তী পর্বের ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শকরা।
কন্নড় অভিনেতা যশ কেজিএফের আগেও একাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে সেভাবে প্রভাব ফেলতে পারেনি দর্শকদের মনে। তবে এই কেজিএফ রাতারাতি তাকে সুপারস্টার বানিয়ে দিয়েছে দর্শকদের মাঝে। যার জন্য অভিনেতা রীতিমতো কৃতজ্ঞ, যা বারবার তিনি জানিয়েছেন মিডিয়ার সামনেই। কয়েকদিন আগেই একটি ভিডিও শেয়ার করে নিজের দর্শকদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেতা।