Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: বিয়ের আসরেই মন খুলে নাচলেন বর-কনে, দেখেই বাহবায় ভরালেন নেটজনতা

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কারণে অকারণে যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাহলে, ঐ ঝলক একাংশের মাঝে…

Avatar

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কারণে অকারণে যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাহলে, ঐ ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। কনটেন্ট মন্দ হোক কিংবা ভালো তা যদি নেটনাগরিকদের ধরে রাখার ক্ষমতা রাখে তাহলে, সেই ঝলক ভাইরাল হবেই। বর্তমান যুগে ৮ থেকে ৮০ সকলেই ভাইরাল হতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নজর কাড়তে চান সাধারনের।

বিয়ে যেকোনো মানুষের জীবনে একটা বড় অধ্যায়। বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে অনেকেরই। আর এই বিয়েকে ঘিরেই ঘটে অনেক মজার মজার ঘটনা। ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে আনন্দ, মজায়, আড্ডায় কেটে যায় সময়। নতুন শুরুর আনন্দে থাকেন বর-কনেও। এই মুহূর্তে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই একটি খুশির মুহূর্তের ঝলক মিলেছে। যেখানে নববর-বধূ নিজেদের নতুন জীবন শুরুর আনন্দে বিয়ের আসরেই হিন্দি গানে জমিয়ে নেচেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি অঞ্জলি গুপ্তা নামের এক নেটিজেনের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। তার শেয়ার করে নেওয়া ভিডিওতে নববর-বধূকে কুমার শানু ও অলকা ইয়াগ্নিকের ‘খুলা হে মেরা পিঞ্জরা’র তালে ফাটিয়ে নাচতে দেখা গিয়েছে। রীতিমতো গানটি উপভোগ করেই নাচ্ছিলেন তারা। উপস্থিত ক্যামেরাম্যানরাও সেই দৃশ্য লেন্সবন্দি করতে ক্যামেরা হাতে দাঁড়িয়ে ছিলেন সেখানে। টাকার বৃষ্টি করিয়েছেন পরিবারের সদস্যরাও। এইসব ঝলকই মিলবে ভাইরাল হওয়া ভিডিওতে। আপাতত নেটজনতার একাংশের বেজায় পছন্দ হয়েছে ভিডিওটি, সেকথা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

About Author