কফি হাউজের সেই আড্ডাটা আর নেই আর নেই, সত্যি এমন আড্ডা আর সত্যিই পাওয়া যায় না। মানুষ এখন ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়। বই পড়ার কারো সময় নেই।
বোলপুরের একটি ক্যাফে শুরু করলো সেখানে গিয়ে বই পড়লেই আপনি ফ্রিতে পেতে পারেন এক কাপ কফি। এই শীতকালে ফ্রিতে যদি এক কাপ কফি পাওয়া যায় তাহলে বিষয়টা মন্দ লাগে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowহাতে একটা বই নিয়ে আপনি মনে মনে গাইতেই পারেন ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’। আগামী প্রজন্ম বই পড়তে প্রায় ভুলেই যাচ্ছে, তারা প্রয়োজনীয় বইপত্র পড়ে ল্যাপটপ কিংবা ফোনে। এই অভ্যাস টাকে বন্ধ করতে এই বোলপুরের ক্যাফেটির এই আয়োজন। ক্যাফেটির নাম দেওয়া হয়েছে ‘পঞ্চব্যঞ্জন’। আপনার জন্য সাজানো থাকবে বিভিন্ন বিষয়ের উপর লেখা বই, আপনার যেকোন একটা ইচ্ছা সেটা নিয়েই আর সাথে এক কাপ কফির সঙ্গে আপনার সন্ধ্যেটা জমে যেতেই পারে।