Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের হামলা কুলগ্রামে! আগুনে জ্বললো বিজেপি নেতার গাড়ি

কাশ্মীরের কুলগ্রামে দুষ্কৃতীমূলক কাজে ক্রমশ বেড়েই চলেছে।কুলগ্রামকে ঘিরে সন্ত্রাসবাদীরা ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। গত মঙ্গলবার, কুলগ্রামে বাংলার পাঁচজন শ্রমিককে নির্বিচারে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গতকাল ফের সন্ত্রাসবাদীদের নিশানায় কুলগ্রাম। গতকাল জম্মু…

Avatar

কাশ্মীরের কুলগ্রামে দুষ্কৃতীমূলক কাজে ক্রমশ বেড়েই চলেছে।কুলগ্রামকে ঘিরে সন্ত্রাসবাদীরা ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। গত মঙ্গলবার, কুলগ্রামে বাংলার পাঁচজন শ্রমিককে নির্বিচারে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গতকাল ফের সন্ত্রাসবাদীদের নিশানায় কুলগ্রাম।

গতকাল জম্মু ও কাশ্মীর দ্বিখন্ডিত হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পরে গোটা কাশ্মীর জুড়ে শুরু হয় শোরগোল। এবারে দুষ্কৃতীদের নিশানার শিকার হলেন বিজেপির এক শীর্ষ নেতা। বৃহস্পতিবার কুলগ্রাম জেলার বোনিগাম গ্রামে রাত ১.২০ নাগাদ সন্ত্রাসবাদীরা দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই দুটি গাড়ির মধ্যে একটি ছিল কুলগ্রাম জেলার বিজেপির সাধারণ সম্পাদক আদিল আহমেদ গানাইয়ের যেটি গতকাল রাত্রে তার বাড়ির সামনেই পার্ক করা ছিল। খবর সূত্রে জানা যায় যখন গাড়িটিতে আগুন লাগে তখন আদিল আহমেদ তার বাড়িতে উপস্থিত ছিলেন না।সূত্রের খবর জম্মু ও কাশ্মীর পুলিশ এই ঘটনায় জোর কদমে তদন্ত শুরু করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author