Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কড়া নাড়ছে চরম অভাব, পেট চালাতে গাড়ি বিক্রি করলেন এই অভিনেতা

কৌশিক পোল্ল্যে: পেট চালাতে বিক্রি করে দিলেন নিজের গাড়ি, চরম আর্থিক সংকটের মুখে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মানস শাহ। অর্থের অভাবে নিজের ভাড়া বাড়িটিও ছেড়ে দিয়েছেন। তিনি নিজেই জানান, লকডাউনে পরিচিত…

Avatar

কৌশিক পোল্ল্যে: পেট চালাতে বিক্রি করে দিলেন নিজের গাড়ি, চরম আর্থিক সংকটের মুখে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মানস শাহ। অর্থের অভাবে নিজের ভাড়া বাড়িটিও ছেড়ে দিয়েছেন। তিনি নিজেই জানান, লকডাউনে পরিচিত মুখ দিয়ে কিছু হবার নয়। হাতে টাকা পয়সা নেই, সংসার চালাতেই এমন সিদ্ধান্ত অভিনেতার।

অভিনেতা বলেন, “এরকম চ্যালেঞ্জিং সময় আমি কোনোদিন দেখিনি। ভীষন অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমায়। বাঁচার জন্য গাড়ি বেচতে হয়েছে। আমায় ভাড়া বাড়িও ছাড়তে হয়েছে। এখন ভাইয়ের সঙ্গে লোখান্ডওয়ালাতে রয়েছি”। তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরেই তার কোনো উপার্জন নেই। বহু পেমেন্ট এখনো বাকি রয়েছে গিয়েছে। অক্টোবরের পর সেইভাবে কোনো পারিশ্রমিকই পাননি মানস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি এও বলেন, “খুব খারাপ অবস্থা। শুধু আমার জন্য নয়, এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন প্রত্যেকের জন্য। আমরা পুরোনো পেমেন্ট পাইনি। হাতে কোনো নতুন কাজ নেই। জানিনা আসবে কিনা। অজানা ভবিষ্যতের দিকে চলেছে ইন্ডাস্ট্রি।” অভিনেতার কথায় ইন্ডাস্ট্রির অচলাবস্থার পরিস্থিতি স্পষ্ট। এমত অবস্থায় স্টুডিওপাড়ার বহু শিল্পীর আকস্মিক মৃত্যুও ঘটেছে অর্থের অভাবে।

অভিনেতা অভিনেত্রীদের অবস্থাই মোটের ওপর সুবিধের নয় ফলে দিন আনা দিন খাওয়া ফিল্মসিটির মজুরদের অবস্থা এককথায় দুর্বিসহ বলা চলে। বহু তারকা তাদের পারিশ্রমিক, রেশন ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা দিয়েছেন বটে তবে এই ঘোর বিপর্যয় সহজে কাটবার নয় এমনটাই ইঙ্গিত দিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতি।

About Author