Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হায়দ্রাবাদ ধর্ষণকাণ্ড : চিৎকার থামাতে তরুণী চিকিৎসকের মুখে মদ ঢেলে দিয়েছিল অভিযুক্তরা, জেরায় চাঞ্চল্যকর তথ্য

হায়দ্রাবাদ : হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলো পুলিশ। ধৃতদের জেরা করে জানা গেছে যে, ধর্ষণের সময় ওই তরুণী চিকিৎসকের চিৎকার থামাতে তার মুখে হুইস্কি ঢেলে দিয়েছিল…

Avatar

হায়দ্রাবাদ : হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলো পুলিশ। ধৃতদের জেরা করে জানা গেছে যে, ধর্ষণের সময় ওই তরুণী চিকিৎসকের চিৎকার থামাতে তার মুখে হুইস্কি ঢেলে দিয়েছিল অভিযুক্তরা। পুলিশকে ধৃত চারজন জানিয়েছে, নারকীয় অত্যাচারের সময় ওই তরুণী চিকিৎসক যখন চিৎকার করছিলেন তখন চিৎকার বন্ধ করতে তার মুখে হুইস্কি ঢেলে দেয় তারা।

গত বৃহস্পতিবার হায়দ্রাবাদ থেকে কিছুটা দূরে একটি কালভার্টের নীচে উদ্ধার হয় এক তরুণীর অর্ধপোড়া মৃতদেহ। সামনে আসে ধর্ষণ করে খুন করার ঘটনা। এরপরেই তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে চারজন ট্রাক কর্মীকে। ধৃত চারজন জানায় কিভাবে ওই তরুণী চিকিৎসককে তারা পরিকল্পনা মাফিক ধর্ষণ করে খুন করেছে। ধৃতদের আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ধৃত চার ট্রাক কর্মী জুল্লু নবীন, মহম্মদ আরিফ, জল্লু শিবা এবং চিন্তাকুনটা চেন্নাকেশাভুলুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধর্ষণের পর ওই তরুণী চিকিৎসক চিৎকার করছিলেন। সেইসময় তার চিৎকার থামানোর জন্যে তার মুখে হুইস্কি ঢেলে দেয় জুল্লু নবীন। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে চারজন।

এরপর মৃতদেহ একটি লড়িতে চাপিয়ে একটি কালভার্টের নীচে নিয়ে গিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চার অভিযুক্তকে জেরা করে শনিবারই আদালতে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। কীভাবে এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল ওই ট্রাক কর্মীরা সেইসব তথ্য জমা দিয়েছেন তদন্তকারী অফিসাররা।

About Author